মোবাইল আশক্তি আমাদের জীবনের অন্যতম ক্ষতির উপকরণ। 10% carepoint70.

in hive-198612 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম। সম্মানিত পাঠকবর্গ আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। যেটি সবার কমন সমস্যা,বর্তমান সময়ে। চলুন তাহলে আমাদের আজকের মেইন বিষয়ে নিয়ে আলাপ শুরু করা যাক।

আমাদের আজকের বিষয় হলো।
"মোবাইল আসক্তি" যেটি পরিবার,সমাজ,রাষ্ট্র সবার সমস্যার অন্যতম একটি বিষয়। আজকাল প্রত্যেক ক্ষেত্রে মোবাইল আসক্তি লক্ষ্য করা যায়। অথচ এটি আমাদের জীবনে ভয়াবহ সমস্যার কারণ।

প্রত্যেক পরিবারে এখন ছোটদের শান্ত করা,তাদের কাজের গতি বাড়ানো,কিংবা খাবার গ্রহণ করানো সব ক্ষেত্রে এই স্মার্ট ফোনের বিকল্প কোন পন্থা অবলম্বন করতে দেখা যায় না। দেখা যাবেই বা কি করে। এই সিষ্টেম তো শুরু থেকে চলমান। এটার জন্য প্রথমে শিশুদের অভিভাবকদের সেই ফোন আসক্তি বন্ধ কিংবা কমানো উচিৎ। ফলে পরিবারে একটি সুন্দর সুস্থ্য সবল সন্তান গড়ে উঠবে।

অন্যান্য সকল ক্ষেত্রে ও একই অবস্থা। সকল দপ্তরে একটু চোখ বুলালেই দেখা যায়,দপ্তরের বড় কর্তা থেকে শুরু দারোয়ান পর্যন্ত ব্যাস্ত ফোন নিয়ে। আর কর্মচারীরা তো ১ ঘন্টা কাজ করে দু ঘন্টা ফোন স্ক্রল করতে থাকে।
কেউ কাজে আসলে তাকে অন্তত ঘন্টাখানেক অহেতুক দাঁড়িয়ে থাকায় লাগবে,কর্তা ফোন নিয়ে ব্যাস্ত তাই।

শিক্ষাপ্রতিষ্ঠান সেখানে ফোন আসক্তি আরো তীব্রতর।
স্যার ক্লাসে ঢুকে বই খোলার আগে ফোন খুলেই বসে থাকে।
যেখানে কোননা কোন শিক্ষার্থী তার জীবনে শ্রেষ্ঠ সময় তো দূরে থাক,কোন রকম একটা রেজাল্ট পাওয়াও দুষ্কর হয়ে যায়। কারণ এখনকার শিক্ষাগুরুরা আগেকার চেয়ে অনেক অবহেলা করে,তাঁদের শিক্ষার্থীদের প্রতি। এতে করে একজন হাজার হাজার শিক্ষার্থী তাদের জীবনের আসল শিক্ষা থেকে বহু পিছিয়ে আছে।
প্রত্যেক সেক্টরে আপনার এই ফোন আসক্তি লেগেই আছে,আসুন অযথা ফোনের ব্যবহার কমিয়ে, নিজেদের জীবনে নিজের পরিবারকে সময় দিই।
ভালো থাকবেন সবাই।

পরিবারে শান্তি নেই এই জন্য। |![couple-6670465_640.png]() |-| [copyright free image: source pixabay] (https://pixabay.com/vectors/couple-smartphone-addiction-bed-6670465/) আমাদের মগজ থেকে পরিবর্তণ দরকার। |![brain-7033148_1280.png]() |-| [copyright free imag: source pixabay] (https://pixabay.com/vectors/brain-replace-addicted-effect-7033148/) অশান্তি লেগেই থাকে সর্বস্তরে এই কারণে। |![digital-art-398342_640.png]() |-| [copyright free image: source pixabay] (https://pixabay.com/illustrations/digital-art-couple-silhouettes-398342/)
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!