মানুষ হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে আপনি জীবন অতিক্রম করবেন এবং আপনার কোনো সহযোগিতা লাগবে না এমন হতে পারে না।প্রত্যেক মানুষই একে অপরের উপর নির্ভরশীল।পৃথিবীতে মানুষ একে অপরকে সহযোগিতা করেই বেঁচে থাকে।কারণ প্রত্যেকটা কাজের ভিন্নতা রয়েছে।একজন মানুষের সকল কাজে দক্ষতা থাকে না।ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারে।তাই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় কাজ গুলোকে আমরা মানুষের সহযোগিতা নিয়ে থাকি।আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের প্রত্যেকটি পণ্য কেউ-না-কেউ তৈরি করেছে।কেউ তার মেধা শ্রম ব্যবহার করে এ পণ্যটি আবিষ্কার করেছে এবং আমরা তার সুফল ব্যবহার করছি।আমাদের বাসার টিভি ফ্রিজ থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কাপড় পর্যন্ত বিভিন্ন মানুষ তাদের মেধা ও শ্রম দিয়ে তৈরি করে।আর আমরা তা অর্থের বিনিময়ে ক্রয় করে আমাদের চাহিদা মিটিয়ে থাকি।যদি কোন ব্যক্তি এই জিনিসগুলো তৈরি না করতো তবে আমাদের জীবনটা আমরা এখন যতটা সহজ ভাবে অতিবাহিত করছি ততটা সহজ হতো না।সুতরাং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একে অপরের সহযোগিতা নিয়েই বেঁচে থাকে।এছাড়াও সমাজে বিপদে-আপদে স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই কোন না কোন কাজে আপনাকে সহযোগীতা করে থাকে।আপনার পক্ষে আপনার সাধ্য অনুযায়ী যে কাজটা করা সম্ভব সেটা আপনি অবশ্যই করবেন।যে জায়গায় আপনারা সহযোগিতা প্রয়োজন সে জায়গায় সহযোগিতা করবেন।দেখবেন আপনার বিপদে মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে।এক অপরকে সহযোগিতার মাধ্যমে এ জীবনটা সুন্দর হয় এবং একটি শান্তিপূর্ণ জীবন অতিক্রম করা সম্ভব।আসুন একে অপরকে পাশে থাকি একটি সহযোগিতামূলক সমাজ গঠন করে।পরিবারের সকল কেই সহযোগিতা করার মন মানসিকতা দিয়ে গঠন করে।তবে একটি সুন্দর পরিবার একটি সুন্দর সমাজ একটি সুন্দর জাতি ও একটি পরিপূর্ণ রাষ্ট্র গঠন করা সম্ভব।
সহযোগিতা
2 years ago by nijam468 (64)
$0.04
- Past Payouts $0.04
- - Author $0.02
- - Curators $0.02
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit