বাসায় তার সাথে একটু ঝগড়া হয়েছিলো ওমনি মেয়েদের পওয়ার দেখায় দিলো। দুপরের খাবার দিলো বন্দো করে উপায় না পেয়ে ঝগরা না লাগিয়ে The Dining Lounge Mirpur আসলাম চলে।
তাদের সব থেকে প্লেট ভরা খাবার টা নিলাম খেয়ে
এর পরে বাসায় গিয়ে চুপচাপ পরলাম শুয়ে।
পরে দেখি ভাত নিয়ে এসেছে আমিও বলেছি খাবো না দুপুরের খাবার।
তবে সত্যি বলতে৷ এই প্লেটার টা আমার কাছে বেশ ভালো লেগেছিলো ভাবতেছি তাকে নিয়ে আবার রাতে যাবো।
লোকেশন - মিরপুর 1 নাম্বার ঈদগা মাঠের একটু আগে Eye hospital এর বিল্ডিংয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit