আসসালামু আলাইকুম প্রিয় গ্রুপবাসি, গত কিছুদিন ব্যস্ততার কারণে কোন ধরনের পোস্ট ই করতে পারেনি। আগামীকাল শুক্রবার তাই আজ হাজির হলাম একটি চমৎকার বিষয় নিয়ে। আমি ফোবিয়া নিয়ে কিছুদিন ধরে লিখছি। আজও তার ব্যতিক্রম নয়। তবে আজ অন্য কোন বিষয় নিয়ে লেখার আগ্রহ ছিল তবে ফোবিয়া নিয়ে লেখার আগ্রহটা আসে মূলত চাঁদ দেখে। সারাদিন শেষে যখন বাসায় ঢুকি হঠাৎ মনে পড়ে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আনতে ভুলে গেছি। পরে আবার বাসা থেকে বের হয়ে দেখলাম চমৎকার একটি অর্ধ গোলাকার চাঁদ আমার সামনে উঁকি দিচ্ছে। ভাবলাম যদি সমুদ্রের পাড়ে যাওয়া যেত তবে কতই না ভালো হতো, পাশাপাশি কৌতুহলী মন এটাও জানতে চাইলো এরকম সুন্দর চাঁদ দেখে কি কারো ভয় লাগে। যে কথা সেই কাজ, মোবাইল হাতে নিয়ে প্রায় দুই ঘন্টা ঘাটাঘাটি করে দেখলাম চন্দ্র ভীতি বলে একটি ফোবিয়া রয়েছে। এই ফোবিয়াটি মূলত পূর্ণিমা রাত অথবা অন্ধকার রাত্রকে ঘিরে। পরে মাথায় আসলো যে আসলে পূর্ণিমার রাত নিয়ে কত কল্পকাহিনী আমাদের সমাজের ছড়িয়ে আছে। গবেষণা মোতাবেক পূর্ণিমার রাতে এলাকায় এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ একটু বেশি সংঘটিত হয়।
তাছাড়া বিভিন্ন অলৌকিক ব্যাপার গল্প কাহিনী আমরা আমাদের শুনে আসছি। তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কয়েকটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আমাদের শারীরিক বিভিন্ন পরিবর্তন কেমন পুরান কোন ব্যথা বা নতুন কেন ব্যথা বিশেষ করে দাঁতে ব্যাথা বিভিন্ন জয়েন্টে ব্যথা ইত্যাদি দেখা যায়। চাঁদের সাথে পানির একটি যোগসূত্র রয়েছে যার কারণে পূর্ণ চন্দ্রের দিন সমুদ্রের জোয়ার ভাটায় একটা বিশাল পার্থক্য দেখা যায়, মানুষের শরীরও ৭০ ভাগ পানি দ্বারা গঠিত হয়তবা এই কারণেই চন্দ্রের কারণে মানুষের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এছাড়াও নারীদের মধ্যে খিটখিটে মেজাজ হঠাৎ মন-মানসিকতা পরিবর্তনের প্রবণতাও লক্ষণ করা যায়।
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি পূর্ণিমার রাতে বের হতে চায় না, তাছাড়া তার নিঃশ্বাস প্রশ্বাসের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। এই সমস্যার সমাধানে বেশ কিছু থেরাপি রয়েছে যার মধ্যে একটি হলো কথাবার্তা থেরাপি, এটি ছাড়াও চাঁদের ছবি দেখানো এবং কল্পনা করানোর মাধ্যমেও এই রোগের ট্রিটমেন্ট করানো হয়। অল্প পরিসরে আজ এতোটুকুই তুলে ধরা। তবে চন্দ্র ভীতিটি মানুষের জীবনে মূলত ছোটবেলাতেই হয়ে থাকে মানে ছোটবেলা কোন ঘটনা বা গল্প থেকেই শুরু হয়ে থাকে। আশা করছি আপনাদের শুক্রবার অনেক ভালো কাটবে।
ধন্যবাদ
Image Source: https://pixabay.com/photos/search/moon/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit