বিশ্বের সবচেয়ে মজবুত স্মার্টফোন আনল ল্যান্ড রোভার

in hot •  7 years ago 

c98cf_0f2b907882_long.jpg

স্মার্ট ফোনের জগতে পা রাখল গাড়ি নির্মাতা কম্পানি ল্যান্ড রোভার। প্রকাশ্যে আনল তাদের নতুন স্মার্টফোন। এক্সপ্লোর নামের এই স্মার্টফোনটিকে ‘বিশ্বের সবচেয়ে মজবুত ফোন’ বলে দাবি তাদের। ল্যান্ড রোভার-এর ৪x৪ গাড়ি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে স্মার্টফোনটি। সবচেয়ে খারাপ অবস্থাতেও দুই দিন চলবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এমনটাই দাবি কম্পানিটির।ফোনটিকে বাঁচাতে দেওয়া রয়েছে কোম্পানির একটি কভার। পরিষ্কার এবং লবণাক্ত দুই ধরনের জলেই ১.৮ মিটার গভীরতা পর্যন্ত টিকতে পারবে নতুন এক্সপ্লোর। বরফ শীতল আবহাওয়া এবং তীব্র তাপেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে দাবী করেছে ল্যান্ড রোভার। ভেজা অবস্থায়ও কাজ করবে স্মার্টফোনটির পর্দা।

জাগুয়ার ল্যান্ড রোভার-এর ডিরেক্টর অফ ব্র্যান্ডেড গুডস অ্যান্ড লাইসেন্সিং জো সিনক্লেয়ার বলেন, ‘এটি সেই স্মার্টফোন যা আমরা সবাই চাই- নকশা এবং কার্যকারিতার একটি নিখুঁত সংযোগ যা ল্যান্ড রোভার-এর ডিএনএ’র সঙ্গে মিশে আছে এবং গ্রাহককে দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকার সুযোগ দিচ্ছে।’

ডিভাইসটির সঙ্গে আলাদাভাবে একটি ‘অ্যাডভেঞ্চার প্যাক’ এনেছে সংস্থাটি। বাড়তি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি টিপিইউ এবং স্টেইনলেস স্টিল কারাবাইনার রয়েছে এতে। অ্যাডভেঞ্চার প্যাক-সহ ডিভাইসটির মূল্য বলা হয়েছে ৮৪০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.bdmorning.com/techonology/292486

You got a 10.00% upvote from @mitsuko courtesy of @freebiplob!