দালান বাড়ি৷ বিশাল ভবন। দালান বাড়ি সাধারণত শহরে দেখতে পাওয়া যায়। দালান বাড়ি তৈরি করতে ভালো সিমেন্ট প্রয়োজন। আপনি যত শহর অঞ্চলে ঢুকবেন তত বেশি দালান বাড়ি দেখতে পারবেন। বর্তমানে বড় বড় উঁচুতল ভবন বানানোর প্রতিযোগিতা চলিতেছে। ভবন তৈরি করতে অনেক পরিশ্রম হয়ে থাকে। ভবন তৈরি করতে অনেক টাকা প্রয়োজন হয়। এখন একটি তিন চার তলা বাড়ি তৈরি করতে এক থেকে দেড় কোটি টাকা প্রয়োজন হয়। আমি ছবিটা যে বাড়ির ছবি দিয়েছি সে বাড়িতে এক কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। যত বড় উঁচুতল ভবন আপনি তৈরি করবেন আপনার তত বেশি টাকার প্রয়োজন হবে।
দালান বাড়ি
last year by akash66 (64)