প্রশ্নফাঁস রোধে অভিভাবক সচেতনতায় র‌্যাব।।।

in hsc •  7 years ago 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের ফাঁদে না পড়তে অভিভাবকদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা করেছে র‌্যাব।

মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর আগে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের সামনে অভিভাবক ও সুধীজনদের সঙ্গে র‌্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার মেজর এস এম গোলাম মোর্শেদ মতবিনিময় করেন।

অভিভাবকদের উদ্দেশে গোলাম মোর্শেদ বলেন, সরকার চলমান এইচএসসি পরীক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস হতে না পারে। তবে কিছু দুস্কৃতকারী সামাজিক যোগাযোগের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করে।

“আপনারা ওইসব ভুয়া প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং অন্যদেরও সচেতন করবেন।”

এ ধরনের কোনো তথ্য জানতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

র‌্যাব জানায়, গত ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে বগুড়ায় র‌্যাব-১২ সামিউল ইসলাম (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে। তিনি চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আশ্বাসে হোয়াটস অ্যাপ গ্রুপে একটি পোস্ট দিয়েছিলেন সপ্তাহখানেক আগে। সেখানে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টায় দেওয়ার কথা বলেন সামিউল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!