World humanity revulation party...

in humanity •  7 years ago 

ইসলাম আধ্যাত্মিক ও রাজনৈতিক সম্মিলিত পরিপূর্ণ পূর্ণাঙ্গ যার মূল ভিত্তি ও উৎস ঈমানের কলেমা তাইয়েবা। ইসলামের আসল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত শাহাদাতে কারবালার মহান শিক্ষা ও নির্দেশনা তথা পবিত্র কলেমার আমানতের ধারা, যা থেকে বিন্দুমাত্র নীতিগত বিচ্যুত হলে তা আর ইসলাম বা এর মূল ধারা আহলে সুন্নাত থাকেনা।

ঈমান ও দ্বীনের কোন একটা দিক বাদ দিয়ে নিজের মনগড়া কোনকিছুকে ইসলাম বা আহলে সুন্নাত দাবী করা ধ্বংসাত্মক প্রতারণা আর এসব সাপোর্ট করা দ্বীন মিল্লাতের মারাত্মক ক্ষতি করা। ইসলাম ও এর মূল ধারা আহলে সুন্নাতকে অরাজনৈতিক বলে রাজনৈতিক দিক অস্বীকার বা বাদ দেয়ার অধিকার কারো নেই এবং কেউ সেটা করলে পবিত্র কলেমা দ্বীন ও শাহাদাতে কারবালার সাথে বিশ্বাসঘাতকতা হবে এবং দ্বীন ও আহলে সুন্নাতের নামে ধ্বংসাত্মক প্রতারণা হবে।

রাজনৈতিক দিক অস্বীকার বা বাদ ইসলাম ও এর মূল ধারা আহলে সুন্নাতকে ধ্বংস ও উৎখাতের জন্য এজিদবাদি বিণাশী চক্রান্ত যে চক্রান্তের আমরা সূন্নীরা শিকার ও এখনো বহন করছি চালু রেখেছি। অরাজনৈতিক গন্ডীবদ্ধ হওয়া অথবা ইসলামী রাষ্ট্রের নামে খারেজি সালাফি ওহাবি শিয়াবাদের অপরাজনীতি কিম্বা নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী মতবাদের অপরাজনীতি সবই ইমান- দ্বীন- মিল্লাত ও মানবতার বিরূদ্ধে ভয়ংকর বিণাশী যুদ্ধ ।

ইসলামের আসল ধারা আমরা আহলে সুন্নাতের রাজনৈতিক দিকদর্শণ বা জীবনের রাষ্ট্রীয় ও বিশ্ব ব্যবস্থার অধ্যায় একমাত্র খেলাফত তথা খেলাফতে ইনসানিয়াত বা দ্বীনী মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক রাষ্ট্র ও বিশ্ব, কোন প্রকার মুলুকিয়ত বা একক গোষ্ঠীর রাষ্ট্র নয়। যারা খেলাফত ও মুলুকিয়তের উৎস পরিণতি ও পার্থক্য বুঝেনা তথা বিভিন্ন বাতিলের ভ্রান্ত অপরাজনীতি আর সত্য ও মানবতার ধারক সূন্নী রাজনীতির পথ ও পার্থক্য বুঝেনা তারা আর যাই হোক অন্তত আলেমে দ্বীন নন।

মূলতঃ দ্বীনে হক তথা সত্য সুবিচার মানবতা অধিকার ও জীবনের বিকাশ স্বাধীনতার ধারা উৎখাত করে জীবন ও জগতের উপর সব বাতিল জালিম অপশক্তির চিরআধিপত্য দস্যুতন্ত্র কায়েম দায়েম রাখার স্বার্থেই আমাদের সূন্নিয়তের ধারাকে অরাজনৈতিক অন্দ্ধকূপে আবদ্ধ করে রাখা হয়েছিল যুগ যুগ ধরে, আর এ অসৎ উদ্দেশ্যে বিভিন্ন বাহ্যিক আমলের বাড়াবাড়ি প্রদর্শনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতি না থাকলে স্বাধীন মানবতার সর্বজনীন মানবিক রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা থাকবেনা এবং সকল বাতিল জালিম অপশক্তির অপরাজনীতির জবরদখলে জীবন ও দুনিয়া সব কিছু চলে যাবে এবং চলে গেছে। সারা দুনিয়াই আজ বাতিল জালিম অপশক্তির স্বৈরদস্যুতন্র যেখানে সত্য ও মানবতার ধারা রুদ্ধ ও বিধ্বংস হয়ে গেছে, যার জন্য প্রধানতঃ আমরা অরাজনৈতিক গন্ডীবদ্ধ অথবা বিভিন্ন বাতিলের ভ্রান্ত অপরাজনীতির দাস দোসর হওয়া দায়ি।

আমরা সুন্নীদেরকে বিভিন্ন ভাবে ধোকা দিয়ে অরাজনৈতিক করে রাখা অথবা কোন না কোন বাতিল জালিম অপশক্তির অপরাজনীতির ফাঁদে আটক করে রাখা ঈমান দ্বীন মিল্লাত মানবতার আসল ধারা সূন্নিয়তের বিরূদ্ধে ইতিহাসের সর্বনিকৃষ্ট সর্ববিণাশী মহাচক্রান্ত, যে ফাঁদে পড়ে আমরা মিল্লাত ও মানবতা আজ পরাজিত পরাধীন ও সর্ববাতিলের গ্রাসে রুদ্ধ বন্দী। অরাজনৈতিক গন্ডীবদ্ধ কিম্বা বাতিলের অপরাজনীতির অংগ হয়ে থাকলে আমাদের সূন্নিয়তের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, অন্য কোনো বাহ্যিক আমল আমাদের উদ্ধার ও মুক্ত করতে পারবেনা দোজাহানের কোথাও ।

কোন সংগঠনকে ইসলামী বা আহলে সুন্নাত অনুসারী দাবি করতে হলে দুইটা মূল শর্ত আছে নাহয় নাম যাই হোক সেটা বাতিল ও ধ্বংসাত্মক । প্রথম শর্ত আকিদা তথা সব প্রকার বাতিল থেকে মুক্ত ও সব বাতিলের বিরূদ্ধে থাকতে হবে স্পষ্টভাবে। ইসলামের ছদ্মনামধারী বাতিল ফেরকা যেমন আকিদার খেলাফ তেমনি বস্তুবাদী মতবাদ ও তাদের অপরাজনীতিও আকিদার বিপরীত, বাতিল ফেরকার অনুসারী হয়ে যেমন সূন্নী বা ঈমানদার দাবি ভূল তেমনি জেনেবুঝে বস্তুবাদী মতবাদের অনুসারী হয়েও ঈমান বা সূন্নিয়তের দাবি ভূয়া । দ্বিতীয়তঃ দ্বীনের পূর্ণাঙ্গ ধারায় অটল থাকতে হবে, কোন দিক নীতিগতভাবে পরিত্যাগ বা বাদ দেয়া যাবেনা, আধ্যাত্মিক বা রাজনৈতিক কোন দিক যেমন বাদ দেয়ার অধিকার কারো নেই তেমনি মা বোনদের বাদ দিয়ে কেবলমাত্র পুং লিমিটেড কোম্পানি নয় ইসলাম বা আহলে সুন্নাত ।

আর যদি কোন সংগঠন কলেমা- কারবালা তথা দ্বীন-খেলাফতের কোনদিক বাদ দিয়ে হক-বাতিল একাকার করে বাহ্যিক কোন আমলের প্রদর্শনীর ধোকা দেয় সেটা ইসলামের বা আহলে সুন্নাতের সংগঠন নয় বরং বিপরীত বিণাশী , এসব ধ্বংসাত্মক অনাচার ও দ্বীনের বিকৃতিকে দয়া করে ইসলাম বা আহলে সুন্নাতের পবিত্র নামে চালাবেন না। মিথ্যা -ভূল -মূর্খতা- ভ্রষ্টতার উপর গোঁড়ামি অহংকার করে দ্বীন মিল্লাতের ক্ষতি করা মুমিনের চরিত্র ও বৈশিষ্ট্য নয়। মুমিন সর্বদা সত্যের অনুসারী এবং মুমিনদের নিকট প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম সব কিছুর উর্ধে।

যারা ঈমান দ্বীনের পূর্ণাঙ্গতা বুঝেনা, যারা হক-বাতিল পূর্ণভাবে চিনেনা অথবা হকের একদিক বুঝলে আরেকদিক বুঝেনা এবং এক বাতিল চিনলে আরেক বাতিল চিনেনা ফলে তাদের হাতিয়ার হয়ে দ্বীনকে ধ্বংস করে, যারা দ্বীন সূন্নিয়তকে বিকৃত ও অপূর্ণাংগ পংগু করে, যাদের ভয়ানক ভূলে দ্বীন মিল্লাত মানবতার ধারা পরাধীন ও উৎখাত হয়, যারা আসল ইসলাম ও ভূয়া ইসলাম তথা আসল সূন্নীয়ত ও বিকৃত ভূয়া সূন্নীয়ত পার্থক্য করতে পারেনা তাদের পীর আলেম দিশারী নেতা মনে করে বাহ্যিক দেখে বিভ্রান্ত ও অন্ধ হয়ে তাদের দোসর হয়ে দ্বীন সূন্নিয়তের ক্ষতি করা উচিত নয় যদি আমরা ঈমান সূন্নিয়তের আপন হই।

আমরা ইসলাম ও এর আসল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা সুন্নীয়ত আমাদের নিজেদের অনেক আত্মঘাতি প্রলয়ংকর ভূলে দুনিয়ায় আজ চরম ধ্বংসাত্মক অবস্হায় পৌঁছেছি, মর্মান্তিক বিণাশী পরাজিত পরাধীন এ দুরবস্থা থেকে উদ্ধার ও মুক্তি পেতে হলে কোন অরাজনৈতিক অপূর্ণাংগ কিম্বা ভ্রান্ত অপরাজনীতির দাস দোসর সংগঠন কিম্বা কোন বাতিলের দাস দোসর দালালদের মাধ্যমে হবেনা, কেবলমাত্র ঈমান -দ্বীন-খেলাফতের নির্ভেজাল বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ দিশা-সংগঠন-আন্দোলন এর মাধ্যমেই মুক্তি সম্ভব ইনশাআল্লাহি ওয়া হাবীবিহী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।(ইমাম হায়াত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your Post Has Been Featured on @Resteemable!
Feature any Steemit post using resteemit.com!
How It Works:
1. Take Any Steemit URL
2. Erase https://
3. Type re
Get Featured Instantly & Featured Posts are voted every 2.4hrs
Join the Curation Team Here | Vote Resteemable for Witness