লোহিত সাগরে ডুবে গেছে হুতিদের হামলার শিকার সেই জাহাজ

in hutiyamenhamasisreal •  7 months ago 

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি রুবেমার লোহিত সাগরে ডুবে গেছে। ব্রিটিশ মালিকানাধীন ও বেলিজের পতাকাবাহী জাহাজটিতে হুতিরা গত ১৮ ফেব্রুয়ারি হামলা চালিয়েছিল। খবর এপি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশাপাশি একজন আঞ্চলিক সামরিক কর্মকর্তা জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, গত ১২ দিন ধরে জাহাজটি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার রাতে ঝড়ো আবহাওয়ার মধ্যে জাহাজটি লোহিত সাগরে ডুবে যায়। জাহাজটি নিরাপদে কোনো বন্দরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

গত ২৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, বাবেল-মান্দেব প্রণালীতে ১৮ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে ইরান সমর্থিত হুতিরা বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন এমভি রুবেমারে হামলা চালায়। জাহাজটি নোঙর করা থাকলেও এটিতে পানি ঢুকে যাচ্ছে। ফলে এটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।

সে সময় বিশালাকৃতির জাহাজটি থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে সাগরের পানির সঙ্গে মিশে যাচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ১৮ মাইল অঞ্চলজুড়ে তেলের আস্তরণ পড়েছে বলেও উল্লেখ করা হয়।

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, হামলার সময় এমভি রুবেমার ৪১ হাজার টন সার বহন করছিল। এসব সার লোহিত সাগরে ছড়িয়ে পড়ে পরিবেশের বিপর্যয় ডেকে আনতে পারে।

ইয়েমেনের বিদ্রোহী হুথিরা ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগর এবং আশেপাশের রুটে চলাচলরত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বেশ কয়েকবার ব্যাপক হামলা চালিয়েও হুতিদের নিবৃত্ত করতে পারছে না। বরং হুতিদের হামলার ভয়ে এই রুটে জাহাজ চলাচলের পরিমাণ অনেকখানি কমে গেছে। ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই অনেকখানি বেড়ে গেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!