ফটোগ্রাফি সিরিজ: "মেরিন অ্যাকোয়ারিয়াম

in i •  2 years ago 

আজকে আবারো হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে, আমার মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের সিরিজ ফোটোগ্রাফি পর্ব । আজকে হলো নবম পর্ব । আগামীকাল দশম এবং অন্তিম পর্ব প্রকাশিত হবে ।\s\sআজকের পর্বে একটি অদ্ভুত মাছের কথা বলবো আপনাদের । মাছটি দেখতে ভারী অদ্ভুত, আমি এর আগে কোনোদিনও দেখিনি । মাছের মুখ আর চোখ দেখলে সর্বপ্রথম যার কথা মাথায় আসে সেটি হলো এলিয়েন । মাথার দু'পাশে ঠেলে বেরিয়ে এসেছে এই পর্দাহীন নীলাভ ধূসর রঙের বড় বড় দু'টি চোখ ।আজকের এপিসোডে আপনারা যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী দেখতে পাবেন সেগুলো ক্যারিডিয়ান চিংড়ি, স্পট-ফিন পোর্কুপাইনফিশ, ব্যান্ডেড কোরাল চিংড়ি, মেটিনিস আর্জেনটিয়াস, স্পাইনি লবস্টার, অস্কার, জাভা বার্ব, জুয়েল সিচলিড, চাইনিজ হর্সশু ক্র্যাব/জাপানি হর্সশু ক্র্যাব, বা ট্রাই-স্পাইন হর্সশু ক্র্যাব, ম্যান্টিস চিংড়ি, ব্লাড-রেড প্যারোট ফুলের শিং এবং লাল ড্রাগন ফুলের শিং।ক্যারিডিয়ান চিংড়িহলো একদম সাদা এবং স্বচ্ছ এক ধরণের সামুদ্রিক গলদা চিংড়ি । আরস্পট-ফিনসজারু মাছ\s\sআর দেখলাম মাথায় বিরাট ঢিপলি ওয়ালা মাছ । এটি অবশ্য চেনা মাছ । বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, এই মাছ বহুবার দেখেছি তাই । চায়না বা জাপানি অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া, বিভিন্ন জাতের সামুদ্রিক চিংড়ি আর বেশ কয়েক প্রজাতির সামুদ্রিক মাছের ফোটোগ্রাফি নিয়ে আমার আজকের পোস্টটি সাজানো হয়েছে ।\s\sআজকের এপিসোডে আপনারা যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী দেখতে পাবেন সেগুলো হলো -হলো সেই মাছ যার কথা পোস্টের একদম শুরুতেই উল্লেখ করেছি । এই মাছের মুখ একদম এলিয়েনের মতো, বিশেষ করে এর চোখ জোড়া । আর সারা গায়ে ফুঁটকি কাটা এবং অসংখ্য কাঁটায় ভর্তি । মাছটি যখন ভয় পেলে বা উত্তেজিত হলে নিজেকে ফোলায় তখন এই কাঁটাগুলি একদম খাড়া হয়ে সজারুর কাঁটার মতো দেখায় । এরই জন্য এই মাছের নামের সাথে সজারু শব্দটি জুড়ে দেওয়া হয়েছে সজারু মানে হলো সজারু ব্যান্ডেড প্রবাল চিংড়ি হলো একরকমের খুদে সামুদ্রিক গলদা চিংড়ি যেগুলো দেখতে অনেকটাই মাকড়সার মতো । তবে বেশ বাহারি রঙের হয়ে থাকে এরা মেটিনিস আর্জেন্টিয়াস দারুন সুন্দর ছোট্ট একটি উজ্জ্বল রুপোলি রঙের মাছ । ব্রাজিল হলো এর উৎপত্তিস্থান । কমন নাম . https://images.app.goo.gl/y1mH9BJf7KJ3fUxN9 https://images.app.goo.gl/tmoEun7cT4j6ypyX7. https://images.app.goo.gl/ehRwq6i6BnJeehGg9 https://images.app.goo.gl/bJvGqY4zuWyvgQr16

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!