স্টিমিট একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম । অর্থাৎ, কেউই আপনার একাউন্টটি নিয়ন্ত্রণ করতে পারবে না যতক্ষণ না আপনি তাকে আপনার একাউন্টের কীগুলো দিচ্ছেন । স্টিমিটের কোনো একাউন্টই স্টিমিট কোম্পানি বা এর মালিক বা এর ডেভেলপারের নিয়ন্ত্রণে নেই । যতক্ষণ আপনার পাসওয়ার্ড আপনার কাছে আছে ততক্ষণই আপনি আপনার স্টিমিট আইডিটার প্রকৃত মালিক । যখনই কেউ আপনার পাসওয়ার্ড চুরি করতে সমর্থ হবে সেই মুহূর্ত থেকে সেই চোরটিই হবে আপনার স্টিমিট একাউন্টটার মালিক ।
যেহেতু স্টিমিট এ পাসওয়ার্ড রিকভারির সম্ভাবনা খুবই ক্ষীণ সেহেতু আপনার চুরি যাওয়া একাউন্টটি আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই । এজন্য স্টিমিটের আপনার একাউন্টের পাসওয়ার্ড খুবই সুরক্ষিতভাবে সংরক্ষণ করা উচিত । স্টিমিটে আপনি যদি কিছু নিরাপত্তা বিষয়ক উপদেশ পালন করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন । কী কী সেই নিরাপত্তা বিষয়ক উপদেশ ? জানতে হলে এই আর্কাইভের প্রত্যেকটি পোস্ট খুব ভালো করে পড়তে হবে ।
আর যদি কখনো আপনার স্টিমিট একাউন্ট এর পাসওয়ার্ড হ্যাক হয়েও থাকে তবুও একাউন্টটি পুনরুদ্ধার সম্ভবপর । সে বিষয়েও এই আর্কাইভে পেয়ে যাবেন বিস্তারিতভাবে ।
you collect this information from another place. actually this not good way . please try to know this platform faq and work here properly. thank you .
source
https://steemit.com/hive-129948/@rme/664jn7
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit