আচ্ছা, মানুষকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে, ঘাড় ধরে, অত্যাচার করে, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পিটিয়ে,

in india •  5 years ago 

আচ্ছা, মানুষকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে, ঘাড় ধরে, অত্যাচার করে, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পিটিয়ে, দোকান ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে... ২৪ ঘন্টা নিউজ চ্যানেলের প্রতিনিধিকে মারধর করে কিভাবে জনগণের আন্দোলন বা " বিজেপির হাত নরম " করা সম্ভব? প্রকৃত ন্যায্য যুক্তিযুক্ত অধিকারের দাবির আন্দোলনে তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবে। মানুষের ওপর অত্যাচার করে "আন্দোলন" (ভুয়ো) তো করে ফ্যাসিস্ট-রা। আসলে #বাম - #কংগ্রেসের সেই গুন্ডাগিরির আর সন্ত্রাসের রাজনীতির পুরনো স্বভাবটা এখনো যায়নি ! দেশের রাজনীতিতে ৭০ বছরের সন্ত্রাস আর খুনোখুনির দগদগে ঘা এখনও জেগে আছে। বড়দের কাছে শুনেছি , একসময় #সুজনচক্রবর্তী , #সোমেনমিত্রর মত লোকেরা নাকি ওপেন গুন্ডাগিরি করে বেড়াত , ওপেন গুন্ডা ছিল। মানুষের মাথা ফাটিয়ে , জোর করে , মানুষের অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে, জনগণের ওপরে অত্যাচার করে, জনগণের সম্পত্তি জ্বালিয়ে দিয়ে...... কেড়ে নিয়ে, #বাম - #কংগ্রেসের মত দলগুলোই আসলে দ্বিচারিতা করছে আর #বিজেপির হাত শক্ত করে জনগণের আন্দোলন কে জনগণের থেকে কেড়ে নিচ্ছে আর অপমান করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নয়।

#NotwithGeneralStrikeBandh
#NotwithViolencecreatedByLeftFrontandIndianNationalCongress
#NoNRCCAANPR
#WithPeopleandMovementAndwithStudents

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!