Indian Museum ভ্রমণ

in indian •  3 years ago 

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

আজকে ঘুম থেকে একটু দ্রুতই উঠলুম । দু'টোর দিকে বই মেলায় যাওয়ার কথা আছে আজকে । কলকাতার এই বইমেলা কিন্তু এশিয়ার বৃহত্তম বইমেলা, সেই ১৯৭৬ সাল থেকে যখন ফার্স্ট কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় । বিভিন্ন দেশের হরেক রকমের ষ্টল থাকে মেলায় । বাংলাদেশ, চীন, রাশিয়া, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভিয়েতনাম, পেরু, সাউথ আফ্রিকা, ভেনিজুয়েলা প্রভৃতি দেশ থেকে আগত অনেকগুলি বইয়ের স্টল থাকে র থাকে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে হরেক ভাষার বইয়ের ষ্টল । আমি অত কিছু বুঝি না, বাংলা বই আর গুটি কয় ইংলিশ বুক ছাড়া আর কিছুই ছুঁয়ে দেখি না ।

এবারো আমার টার্গেট কয়েকটি বিশেষ বইয়ের স্টল - দেব সাহিত্য পরিষদ, লালমাটি, উজ্জ্বল সাহিত্য মন্দির, আনন্দ পাবলিশার্স, সন্দেশ, পত্র ভারতী এবং পেঙ্গুইন পাবলিশার্স । তবে এবার ভাবছি বাংলা কল্পবিজ্ঞান ও কমিকসের কয়েকটি বিশেষ স্টলেও হানা দেব ।

যাই হোক চলুন আজকের মিউজিয়াম পর্ব শুরু করা যাক ।

"প্রাচীন ভারতের এন্টিক দ্রব্যসামগ্রীর প্রদর্শনী" পর্বের আজকে পঞ্চদশতম পর্ব । এ পর্যন্ত মোট চোদ্দটি পর্বে আমি কাঠ, ধাতু ও হাতির দাঁতের তৈরী অনেক collectible দ্রব্যের ফোটোগ্রাফ শেয়ার করেছি । আশা করি খুব একটা খারাপ লাগেনি আপনাদের কাছে ।

আমাদের আজকের এপিসোডে যে সব collectible বস্তুর ফোটোগ্রাফি থাকছে সেগুলো হলো :

১. একটি তাম্র নির্মিত নক্সাকাটা গম্বুজ আকৃতির মুঘল আমলের ঢাকনা আঁটা পাত্র
২. স্বর্ণ নির্মিত প্রাচীন রাজস্থানের একটি যুদ্ধের ঢাল
৩. স্বর্ণ নির্মিত একটি ফুলের ডালি, ফুল, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি
৪. রাজস্থান থেকে প্রাপ্ত একটি সুরাদান, জয়পুরের লাল পাথর দিয়ে নির্মিত, রং-বেরঙের ফুলের নকশা কাটা
৫. একটি বহু প্রাচীন ভারতের রাজপুতদের দ্বারা যুদ্ধে ব্যবহৃত শিরস্ত্রাণ
৬. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এক জোড়া যুদ্ধরত হস্তীর মূর্তি
৭. সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী অসাধারণ কারুকার্যময় একটি খঞ্জর

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে ! আশা করি খুব একটা খারাপ লাগবে না আজকের আয়োজন আপনাদের কাছে ।

এটি একটি তাম্র নির্মিত নক্সাকাটা গম্বুজ আকৃতির মুঘল আমলের ঢাকনা আঁটা পাত্র ।পাত্রের মাথায় ঢাকনা আঁটা থাকলে এটিকে দেখতে হুবহু একটি মুসলিম আর্কিটেকচার মিনারের মতোই দেখতে লাগে । পাত্রটিতে গায়ের অসাধারণ কারুকার্য সেই সময়কার ভারতে মুঘলদের রুচির পরিচয়ই বহন করছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই যুদ্ধের শিল্ডটা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম । জয়পুর, রাজস্থান এর প্রাচীন এক রাজবংশ থেকে প্রাপ্ত এই যুদ্ধ শিল্ডের বহির্ভাগ পুরোটাই স্বর্ণ নির্মিত । অসাধারণ ফুল লতা পাতার ডিজাইন করা শিল্ডটির গায়ে । পুরোটাই স্বর্ণের । শুধু শিল্ডটির অভ্যন্তরে রয়েছে ব্রোঞ্জের অনেকগুলি পুরু পাত যা শিল্ডটিকে অভেদ্য করে তুলেছে । তারপরেও সোনার অংশ নেহাত কম নেই ঢালটিতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

অসাধারণ এই বস্তুটি হলো স্বর্ণ নির্মিত একটি ফুলের ডালি, ফুল, পাতা, ফুলের কুঁড়ি আর প্রজাপতি । সব কিছুই অসাধারণ সুন্দর এবং নিখুঁত তৈরী করা হয়েছে । আর গোটাটাই তৈরী করা হয়েছে সোনা দিয়ে । অসাধারণ শিল্পকর্ম ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

রাজস্থান থেকে প্রাপ্ত এই সুরাদান টি জয়পুরের লাল পাথর দিয়ে নির্মিত । এর গায়ের রং বেরঙের ডিজাইন করা রয়েছে - লালের উপরে নীল, সবুজ, হলুদ, সাদা এবং কালো রঙের ফুলের নকশা কাটা রয়েছে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

এটি বহু প্রাচীন ভারতের রাজপুতদের দ্বারা যুদ্ধে ব্যবহৃত শিরস্ত্রাণ । আগেকার দিনে যুদ্ধ হতো ঢাল, তলোয়ার , বল্লম আর তীর ধনুক নিয়ে । তখন মাথায় শিরস্ত্রাণ পরা হতো তলোয়ার, বল্লম এবং তীরের প্রাণঘাতী আক্রমন থেকে মাথা সুরক্ষিত রাখতে । শিরস্ত্রানটির গায়ের নকশা দেখে সহজেই অনুমেয় যে এটি কোনো সেনাপতি বা সেনা-অধিনায়কের শিরস্ত্রাণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী এক জোড়া যুদ্ধরত হস্তীর মূর্তি । হস্তীদ্বয়ের গায়ে অসংখ্য সুক্ষ সব কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে । দারুন দেখতে সত্যি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

সম্পূর্ণ হাতির দাঁতের তৈরী একটি খঞ্জর । যদিও এটি যুদ্ধে ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপুযুক্ত । কারণ এটি একটি শো পিস্ । খঞ্জরটির হাতলটি দেখার মতো । অসাধারণ কারু কাজ করা হাতলের শেষ মাথায় রয়েছে একটি নক্সাকাটা গোটা হাতির মূর্তি । চোখ জুড়িয়ে যায় শো পিসটি দেখলে । অসাধারণ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভার

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!