পরিচয় পর্ব । আমার বাংলা ব্লগ কমিউনিটি । ২ ফেব্রুয়ারি ২০২২steemCreated with Sketch.

in introduction •  3 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কেমন আছেন সবাই ? আমার ধারনা ,ভালোই আছেন আলহামদুলিল্লাহ । আর না থাকলে ধৈর্য ধরুন।আল্লাহ আপনার কথা শুনবেন ইনশাল্লাহ।আজকে আমি আমার কিছু তথ্য দিয়ে আপনাদের সাথে পরিচয় হবো। আশা করি আমাকে আপনাদের পরিবারে যুক্ত করবেন ।

WhatsApp Image 2022-02-03 at 12.35.34 AM.jpeg

তাহলে শুরু করছি ।

আমি মাহ্মুদুর রহমান। এই অভ্র দিয়ে লিখলে হ আর ম সবসময় হ্ম হয়ে যায়। মাঝে মাঝে মনটা ভালো হয়ে যায় এমন ঝামেলা হলে।

যাই হোক এবার ভালো করে লিখি।
আমার নাম মাহমুদুর রহমান ।আমি সিলেট এমসি কলেজে Zoology বিষয়ে পড়াশুনা করছি । আমার Steemit ইউজার আইডি @mahmudbee ।আমার বাবা বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তা ।আর মা আমাদের পড়াশুনা , খাওয়াদাওয়ার সর্বক্ষণ সাথি । আমার বাসা সিলেটের সদরে। । আমি নটরডেম কলেজ থেকে HSC দিয়েছি। নিজের ও আশেপাশের এলাকায় টিউশন করে আপাতত পকেট খরচ চালাই।

মজার কথা হচ্ছে , আমি মাগুর মাছ খেতে ভালোবাসি।

67450302_2391888907800518_3636526827880579072_n.jpg

আমার Steemit এ আসা এক সিনিওর ভাই এর থেকে । এখানে ভালো কন্টেন্ট লিখলে ভালো পকেট খরচ মেলে । আর যেখানে টাকা সেখানে তো বাঙ্গালীরা ঝাকে ঝাকে দৌড়ে ।আমিও অবশ্য বাদ যাই না। হাহা।
আমি ছোটবেলা থেকে লিখালিখি করি। এলাকার ছোটরা বলে আমি নাকি টীচার হিসেবে ভালো , ভালো করে কোন বিষয় বুঝাতে পারি ।বেশ মজা করে। আমি এই স্কিল নিয়ে লিখালিখি করতে থাকলাম।

67721903_2396507324005343_8371112910281244672_n.jpg

এছাড়াও আমি হাল্কা পাতলা ফ্রিল্যান্সিং করি । ডিজিটাল মার্কেটিং নিয়ে । এছাড়াও SEO , Web Development , Web design এসবের প্রতিও ঝোক আছে। আমি এসব এখনো শিখছি ।নিজে একজন এক্সপার্ট করে গড়ে তোলার ইচ্ছায় ।

আপনারা এখানে অনেক দিন ধরেই আছেন। অভিজ্ঞতার দিক দিয়ে অনে সিনিয়র । আমি এখানে নতুন। আশা করবো আপনারা আমাকে দেখে রাখবেন । সবার দীর্ঘায়ু কামনা করছি । ১০০ বছর বাচুন ।

আসসালামু আলাইকুম ।

271726738_631959091116997_4389856498724894462_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...