আমি শান্তি পদ হালদার। ব্যক্তিজীবনে আমি একজন প্রভাষক। আমি কলেজে রসায়ন বিষয়ে নিয়মিত পাঠ দান করে থাকি। লেখপড়া জীবনে আমি 1980 সালে এসএসসি পাশ করে প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজ থেকে 1984 সলে এইচএসসি পাশ করে খুলনা শহরের একটি কলেজ থেকে 1986 সালে বিএসসি ডিগ্রী লাভ করি। অতঃপর রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে “ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিদ্যা বিভাগ” থেকে 1988 সালে এমএসসি ডিগ্রী লাভ করি। ব্যক্তি জীবনে অভাবের তাড়নায় পাশ করে বের হয়েই আমি ব্র্যাক নামক এনজিও তে তিন বছর চাকরি করি। পরে গণসাহায্য সংস্থা নামক এনজিওতে তিন বছর চাকরি করি। পরিশেষে 2000 সালে পঞ্চগড় জেলাধীন এক মহিলা কলেজে প্রভাষক রসায়ন পদে চাকরিতে যোগদান করে অদ্যবধি চাকরি রত আছি। সবুজ রং আমার খুব প্রিয় রং। খেলাধুলার মধ্যে ক্রিকেট এবং ফুটবল আমার প্রিয় খেলা। ব্লক লেখা ও ডিজিটাল বিষয় আমার খুব প্রিয়। আইটি সেক্টরের যে কোন কাজ পেলে আমি ঘন্টার পর ঘন্টা ধৈয্যসহকারে বসে থাকতে পারি। সময় পেলে আমি মনের মাধুরি দিয়ে যে কোন লেখাকে সুন্দর ফুটিয়ে তুলতে পারি। কম্পিউটারের যে কোন কাজের প্রতি আমার খুবই নেশা। কম্পিউটার বিষয়ক যে কোন কাজ করতে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পরি। বর্মানে আমি যথেষ্ঠ এনার্জিটিক। যে কোন কাজের প্রতি আমার ধৈয্য অধ্যবসায় আছে। সামাজিক কাজ কর্মেও আমার যথেষ্ট উৎসাহ আছে। মানুষের জন্য কিছু করাকে নিজেকে ধন্য বলে মনে করি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।
ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit