আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভাবছেন ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করবেন। আমার এই পোস্ট ক্রিপ্টোকারেন্সি না ফরেক্স সহ ইনভেস্টমেন্ট এর জন্যই এটা প্রযোজ্য হবে।
আপনি ঠিক ততটুকু ইনভেস্ট করবেন যতটুকু আপনি লস করতে পারবেন। আপনাকে আপনার ইনভেসমেন্ট এর ওপর বসে থাকলে হবে না। কেননা আপনি জানেন না যে আদৌ আসমান থেকে লাভ হবে কিনা। কোন কিছুই হানডেট শতাংশ শিওরিটি দেয় না। আপনাকে লস করার মানসিকতা থাকতে হবে তাই ততটুকু ইনভেস্ট করবেন যেটা আপনি যদি কোন কারনে লস হয়ে যায় কেমন আপনার তেমন যেন কোন বিশেষ ক্ষতি না হয়।
ধরুন আপনি চাকরি করছেন চাকরির পাশাপাশি আপনি ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করে রাখছিলেন। এখন যদি এখানে আপনি প্রচুর লস করেন তাও আপনি যেহেতু চাকরি করেন তাই কিছু টাকা মাস শেষে আপনি পাবেন সেটা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু ইনভেস্ট করে ভাবেন যে আর কয়দিন পর আপনি বড়লোক হয়ে যাবেন কাজ করা লাগবে না যা হবে এক ধরনের সুইসাইড।
হ্যাঁ যদি আপনি কোটি টাকা আয় করে ফেলেন তাহলে হয়তো আপনার কাজ না করলেও চলবে আপনি ঘরে বসে বসে খেতে পারবেন। কিন্তু আমি বলব সেটা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন আপনার আয়ের উৎস অনেকগুলো থাকতে হবে। যাতে করে এক জায়গা থেকে ধাক্কা খেলেও আপনি অন্য জায়গা থেকে হেলপ পান।