Blackmail

in irfankhan •  7 years ago 

ইরফান খান এর মুভি রিলিজের পর সেটা ফ্লপ হোক বা সফল হোক...এগুলো চিন্তা না করে দেখতে বসাটাই আসল জিনিস।
দূর্বল কাহিনী হলেও সেটা সমস্যা না...ইরফান খানের অভিনয় সেই কাহিনীকে শক্তিশালী করে ফেলে।
ব্ল্যাকমেইল এরকমই একটা মুভি। বেশ কয়েক স্তরের ব্ল্যাকমেইল আপনি দেখতে পারবেন মুভিটিতে। একের পর একেক ব্ল্যাকমেইল দেখে নিজে কনফিউজড হয়ে এটা বলতে বাধ্য হবেন, কে কাকে ব্ল্যাকমেইল করছে।
প্রথম অর্ধেক ব্ল্যাকমেইল ও ড্রামার জন্য একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধে থ্রিলারধর্মী আবহাওয়া তৈরি হওয়ার পরে আপনি শুধু দেখেই যাবেন। শেষটা ভালোলাগার মতো।

30441535_1675839092501041_4998634243350416805_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

It is a super hit dramatic movie.It has wonderful sequence from first to end. I really appreciate this movie.

tnx bro