যিনা কি ? প্রেম কি ? ও শাস্তি কি

in islam •  7 years ago 

287062f740bcfea7e33a94493916346b--good-men-muslim-couples.jpgবিয়ের পূর্বের প্রেম = যিনা ,( অবৈধ , হারাম )।
বিয়ের পরে প্রেম = ইবাদত ,( বৈধ , হালাল !)
রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ “কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা , অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা , অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের যিনা , ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা , খারাপ কথা শোনা কানের যিনা , আর যিনার কল্পণা করা ও আকাংখা করা মনের যিনা।
অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় ”। [ সহীহ আল - বুখারী , মিশকাত : ৮৬ , সহীহ আল - মুসলিম : ২৬৫৭ , সুনানে আবু দাউদ , সুনানে আন -নাসায়ী ]
যিনা হারাম ও অত্যন্ত মন্দ কাজ আল্লাহ তাআ ’ লা যিনাকে হারাম ঘোষণা করে বলেছেন , “তোমরা যিনার কাছেও যাবে না।
কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। ” [ সুরা বনী-ইসরাঈলঃ ৩২ ] রাসুলুল্লাহ ﷺ বলেছেন , “আল্লাহর দৃষ্টিতে শিরকের পর সবচাইতে বড় গুনাহ হচ্ছে এমন কোন জরায়ুতে একফোটা বীর্য ফেলা , যা আল্লাহ তার জন্য হালাল করেন নি।
” [ সহীহ বুখারী ] রাসুলুল্লাহ ﷺ বলেছেন , “যিনাকারী যখন যিনা করে , সে তা ঈমানদার অবস্থায় করে না। ” [ বুখারি ও মুসলিম ] যিনার শাস্তি : যে সব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে যেনা তার মধ্যে অন্যতম।
দুনিয়াতে দু ' টি বড় পাপের প্রতিক্রয়া খুবই নিন্দনীয়। যেনা তার একটি।
যেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক।
কাজেই যেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত , পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যম অনেক। যেমন: - চোখ , হাত , পা, কান , মুখ, অন্তর ও লজ্জাস্থান। এগুলির দ্বারা মানুষ যেনার মত জঘন্য পাপ করে থাকে।
অাল্লাহ তা ' য়ালা বলেন : তোমরা যেনার নিকটবর্তীও হয়োনা, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সুরা -বানী -ইসরাঈল - ( ৩২)
ব্যভিচারিনী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত কর ।
আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে , যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাক। একদল মু ’মিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। -সুরা - নুর -( ২)
বর্তমানে,
একশ্রেনীর জ্ঞানহীন কিছু যুবক - যুবতী , লজ্জা -শরম ভুলে গিয়ে পরকিয়া প্রেমে অাসক্ত হয়ে যেনা করছে ও মা-বাবার অবাধ্য হচ্ছে।
যৌনাচারের মত বিষাক্ত ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে সমাজে।
এরা মুসলীম নামের কলঙ্গ।
সতর্ক করতে গেলে বিভিন্ন যুক্তি দেখায় , বিভিন্ন অযুহাত দেখিয়ে ( নিজের করা জঘন্যতম ) পাপকে অস্বীকার করে।
অার এই পরকিয়া প্রেমের সাহায্যে হিসাবে কিছু ( অজ্ঞ জ্ঞানী ) লোকেরা ইসলামিক লেবাস পড়ে টাকা কামিয়ে পাপের ভাগীদার হচ্ছে।
অাল্লাহ তায়ালা যেনো অামাদের সবাইকে , সমাজে ছড়িয়ে থাকা অশ্লীল কাজ কর্ম থেকে হেফাজত করেন ,
______অামীন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://bhorerkhobor.com/archives/19919

nice article

I love ISLAM

I love ISLAM

good information