আমাদের সমাজে প্রচলিত কুফুরী বাক্য পর্ব - ২

in islam •  6 years ago  (edited)

গত পর্বে আমি আলোচনা করেছিলাম আমাদের সমাজে প্রচলিত কুফুরী বাক্য পর্ব - ১ নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সমাজে প্রচলিত কুফুরী বাক্য পর্ব - ২ নিয়ে আশা করি পুরো টুকু মনোযোগ দিয়ে পড়বেন। আজকের বিষয় হলো অভাব অনটনের কারণে মানুষ যেই সব সম্ভাব্য কুফুরী বাক্য উচ্চারণ করে থাকেন এবং অভিযোগ ও আপত্তিকর সময়ে কি কি কুফুরী বাক্য মানুষ বলে থাকে ..........

ovab-onoton.png

  • অনেক মানুষ বলে থেকে যে হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, আমাকে আর এইভাবে অভাব অনটন দিয়ে অত্যাচার করো না । এই কথা টা অনেক বড় একটা কুফুরী।

  • এমন কিছু মুসলিম মানুষ আছে যারা তাদের টাকার প্রয়োজনে কারো কাছে যদি দরখাস্ত লিখে আর সেখানে যদি তাকে হিন্দু অথবা খ্রিস্টান লিখেও দিতে হয় তাহলে সে এটা সেখানে লিখে দিতে দ্বিধা বোধ করে না। আর যদি এই কাজটা কেউ করে থাকে তাহলে তার ওপর কুফুরীর বিধান অবশ্যই বর্তাবে এতে কোনো সন্দেহ নাই।

  • আমাদের দেশে অনেক মানুষ কে কিন্তু দেখা যায় যে টাকার লোভে নিজের ধর্ম পরিবর্তন করে ফেলছে, যারা করছে তারা তো কাফের হয়েই যাচ্ছে কিন্তু কথা হচ্ছে একজন ভালো মানুষ যদি কাউকে এমন বুদ্ধি ও দেয় যে "তুমি কাফের হয়ে যাও তাহলে তোমার আর অভাব থাকবে না " এমন বুদ্ধি ও যদি কেউ দেয় আর সেই বেক্তি যদি কাফির নাও হয় তাহলেও ওই বুদ্ধি দাতার ওপর কুফুরীর বিধান বর্তাবে।

  • অনেক কে বলতে দেখা যায় যে কেউ যদি কোনো দুর্ঘটনার কবলে শিকার হলো এবং একটু কম ক্ষতি হয়েছে যত টুকু হওয়ার কথা ছিল তত হয়নাই, তখন অনেকে বলে আল্লাহ কি কম চেষ্টা করেছে বল, চেষ্টা করেই তো এতটুকু বাঁচিয়েছে , এখন কথা হলো আল্লাহ চেষ্টা করছে মানে? আল্লাহর কি ক্ষমতার অভাব যে আল্লাহ চেষ্টা করবে ? মানুষ কেন ভুলে যায় আল্লাহ এই সৃষ্টি জগতের মালিক।

2nd.png

  • অনেক মানুষ কে আল্লাহ কে অভিযোগ করে বলতে শোনা যায় যে উনি এইভাবে বলে থাকেন যে আমি জানিনা আল্লাহ আমাকে যেহেতু দুনিয়াতে কিছু দিবেন ই না তাহলে কেন সৃষ্টি করেছেন। এটা ও অনেক বড় কুফুরী।

  • অনেক মানুষ কে বলতে শোনা যায় যে আল্লাহ ঐ ব্যক্তিকে কতই না সুখে রেখেছে কিন্তু আমাকে কতই না কষ্টে রেখেছেন। আমার কি দোষ আমি কি এতই পাপ করে ফেলেছি ইত্যাদি কথা বলে থাকেন এগুলাই ও কুফুরী।

  • অনেকে বলে আল্লাহ নাকি ধোর্যশীলদের সাথে আছেন, কিন্তু কি আমি এই পর্যন্ত কম ধর্য্য ধরি নাই আমার তো কোনো কিছুই হয় না.

  • আসলে আমি যাদেরকে ভালোবাসি তারাই অনেক কষ্টে আছে কিন্তু আমার সব শত্রু গুলাই তো দেখি সুখে আছে , এটা আল্লাহর কেমন বিচার, এমন কথা বলাও কুফুরী।

  • অনেকে অভাব গ্রস্থ অথবা অসুস্থ হয়ে অথবা বিপদে বলে বলে হে আল্লাহ আমাকে তুমি কেন এতো বিপদ দিচ্ছ আমি কি করেছি, আমি তো কোনো গুনাহ ই করি নাই তাহলে কেন আমার সাথে এমন করছো। এগুলা বললেই সে অনেক বড় কুফুরী করে ফেললো।

শেষ কথা: আমি যদি আপনাকে একটা নতুন কুফুরী সম্পর্কে জানাতে পেরে থাকি তাহলে এটাই আমার সার্থকতা, আপনি চাইলেই এই আর্টিকেল টা শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে, কারণ তাদের ও এগুলা জানার দরকার আছে,, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং এইসব কুফুরী থেকে দূরে রাখুক, আমিন।

ধন্যবাদ পুরো টুকু পড়ার জন্যে

আপনি যদি স্টিমিট নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে, আপনার জন্যে আমাদের সাহায্যের দরজা সবসময় খোলা, সাহায্য পেতে আপনাকে কষ্ট করে নিচের ব্যানার এ ক্লিক করে আমাদের কমিউনিটি তে জয়েন করতে হবে ।

Screenshot_16.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has received a 5.37 % upvote from @boomerang.