স্বপ্ন দেখলে যেসব মানুষদের কাছে বলা যাবেনা - People who can't be told if they dream

in islam •  4 years ago 

আমরা সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই স্বপ্ন আমাদের একেক সময় মানুষিক প্রশান্তি দিয়ে থাকে আবার অনেক সময় মানুষই অশান্তিও দিয়ে থাকে। স্বপ্ন ভালো খারাপ দুই ধরণের ই মানুষ দেখে এটাই স্বাভাবিক।

কিন্তু আজকের টপিক হলো আপনি যদি ভালো কিংবা একটা খারাপ স্বপ্ন দেখেন তাহলে আপনি সেই স্বপ্ন কাকে বলবেন কিংবা কাকে বললে আপনার জন্যে ভালো হবে। স্বপ্ন দেখেই যে দৌড়ে গিয়ে ভালো একজন আলেমকে বলতে হবে তার কি কোনো কারণ আছে। আমরা আজকে সেটাই জানবো।

আপনি স্বপ্ন টা কাকে বলবেন এবং কোন সময়ে বলবেন এই বেপারে বিস্তারিত আলোচনা করবেন Abdul Hi Muhammad Saifullah হুজুর। বিস্তারিত জানতে ভিডিও টি এখন ই দেখে ফেলুন। ধন্যবাদ

@ Translate In English:

We all dream in our sleep, no doubt about it. This dream gives us human peace from time to time and many times people also give us unrest. It is normal to see two types of people, good and bad, in dreams.

But today's topic is if you have a good or a bad dream then who will you tell that dream to or who will be good for you. Is there any reason to run and tell a good scholar by dreaming? That is what we will know today.

Abdul Hi Muhammad Saifullah will discuss in detail about who you will tell the dream to and at what time. Watch the video now for details. Thanks

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!