ইসলামিক হাদিস পোস্ট- ৬

in islam •  7 years ago 

b1 - Copy - Copy.PNG

৬. ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমাযানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাযানের প্রতি রাতেই জিবরীল (আঃ) তাঁর সাথে দেখা করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।

(১৯০২, ৩২২০, ৩৫৫৪, ৪৯৯৭; মুসলিম ৪৩/১২ হাঃ ৩২০৮, আহমাদ ৩৬১৬, ৩৪২৫) (আধুনিক প্রকাশনীঃ ৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
বর্ণনাকারী রাবীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)



প্রিয় পাঠক,

আপনারা জানেন ইসলাম একটি শান্তির ধর্ম। আর এই শান্তির ধর্ম আমরা যেনো সঠিক ভাবে পালন করতে পারি আল্লাহ যেনো আমাদের সেই তৌফিক দান করেন আমিন।
আমি আমার ব্লগে আমার সাদ্ধমত ভালো ভালো হাদিস এবং কোরানের কিছু কথা উল্লেখ করবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপভোট দিবেন ,
শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।

আসুন ইসলাম মেনে চলি, বুঝে চলি, ইসলামের দাওয়াত দিই, নিজে নামাজ পড়ি এবং অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!