হাদীস এর বানী Blog (....1....) Last Part...(4)

in islamiclecture •  6 years ago  (edited)

PSX_20181101_155648.jpg

একটি মাসআলা ।

ঈমান এর হ্রাস - বৃদ্ধি ঘটে কিনা ?

সমাধান::

ঈমানের হ্রাস - বৃদ্ধি ঘটে কিনা ? এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরােব রয়েছে । যা নিরূপ-

আহনাফ উলামায়ে কেরামের অভিমত : আহনাফ উলামায়ে কেরামের মতে ঈমান একটি অপরিবর্তনীয় বিষয় , এটা হ্রাস - বৃদ্ধি হয় না ; বরং সবসময় একই রূপে থাকে ।

তাদের দলিল::

ক.

মূল ঈমান ' বাসিত বা স্হূল হওয়ায় তা অবিভাজ্য ও নিরম্কুশ বিষয় ।সুতরাং এটার হ্রাস - বৃদ্ধি সম্ভব নয় ।

খ.

পবিত্র কোরআনের বাইশটি স্থানে বলা হয়েছে যে , ঈমানের “ মহল ” বা স্থান হচ্ছে- অন্তর

যেমন ।

ولما يدخل الايمان في قلو بكم

(আর কখনও তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি )

كتب في قلو بهم الايمان

( অর্থ তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিলেন )

আর অন্তরের বিষয় হ্রাসবৃদ্ধি পায় না ।কেননা অন্তর নিজেই বাসিত ।

গ়

আলোচ্য অনুচ্ছেদের হাদিস ।এতে ' ঈমানকে আন্তরিক বিষয় বলা হয়েছে ।

ঘ.
পবিত্র কুরআন মাজিদে الايمان এর ওপর عمل صالح কে عطف করা হয়েছে । যেমন -
........إن الذين امنوا وعملوا اصلحت

( আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে)

আর স্বতঃসিদ্ধ নীতি হলাে - বৈপরীতের চাহিদা পোষণ করে । অতএব , ঈমান , আর আমলে সালিহ - এক হতে পারে না । কাজেই ঈমান বাসিত ' অবশ্য আমল " ও " ইকার " ঈমানের পরিপূরক , ঈমানের শাখা বা অংশ নয় ।

PSX_20181101_180058.jpg

আইম্মায়ে সালাসার অভিমত::

আইম্মায়ে সালাসাসহ অধিকাংশ মুহাদ্দিসদের মতে , ঈমানের হ্রাসবৃদ্ধি ঘটে ।

তাদের দলিল::

ক .

কুরআনের বাণী

إذا تليت عليهم أ يا ته زادتهم إيمانا

( যখন তাদের নিকট তিলাওয়াত করা হয় , তখন তাদের ঈমান বদ্ধি পায়)

খ.

মু,আজ রা. থেকে বর্ণিত

(أنه صلي الله عليه وسلم قا ل الايمان يزيد وينقص )

( ঈমানের হ্রাসবৃদ্ধি ঘটে ।

প্রতিপক্ষের প্রত্যুত্তর :

কোরআন হাদিসের যেসব বাণী দ্বারা বুঝা যায় , ঈমান বাড়ে এসব স্হানে বৃদ্ধির দ্বারা نفس ايمان বা اصل ايمان বৃদ্বি উদ্দেশ্য নয় ; বরং ঈমানের নূর উদ্দেশ্য । অথবা ( আয়াত ও বর্ণনার সিয়াক - সাবাক অনুসারে ) কোথাও আল্লাহর মা ' রিফাত বৃদ্ধি , কোথাও ইবাদতের প্রতি মুহাব্বাত বৃদ্ধি আবার কোথাও ইয়াকিন বা আলাহর ওপর তাওয়াকুল বৃদ্বি অথবা জিহাদের মাঠে দৃঢ়তা বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্য।

গ্রহণীয় অভিমত::

উপরােক্ত আলােচনা - পর্যালােচনা , দলিল - প্রমাণ ও প্রত্যুত্তর দ্বারা প্রতীয়মান হয় যে , আহনাফ উলামায়ে কেরামের অভিমত ই যুক্তিযুক্ত ও অগ্রগামী ।

প্রথম হাদীসটির বিস্তারিত আলোচনা শেষ হল ।

পরের হাদীস পড়তে পরের পোস্ট দেখুন ।

DQmcGTgE9ztQ7QmWESyE7uVqLrUqfbAa1fsTCod6dmsFYjP.gif

Follow me.
Line-gif.gif
@gentlee-boy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://showmypc.com/?ref=header