দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৫

in islamiclife •  7 years ago  (edited)

বাথরুমে প্রবেশ করা, বের হবার দুআ ও সুন্নাতসমূহ - ০৩

san.jpg
Image From

১১. পেশাব বা ইস্তিঞ্জা করার সময় লজ্জাস্থানে ডান হাত লাগাবে না, বরং বাম হাত দিয়ে কাজ করবে। বাম হাত দ্বারা পবিত্রতা অর্জন করবে।
___ বুখারী শরীফ ১:২৭ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৫ পৃষ্ঠা

১২. যদি কোথাও বাথরুমের ব্যবস্থা না থাকে, তাহলে ঐ সময় এমন নির্জন ও আড়ালপূর্ণ জায়গায় ইস্তিঞ্জা করা চাই যেখানে অন্য মানুষের দৃষ্টি না পড়ে।
___ ইবনে মাজাহ শরীফ ১:৫ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৬ পৃষ্ঠা

১৩. (নির্ধারিত জায়গা না থাকাবস্থায়) পেশাব করার জন্য নরম জায়গা খুঁজে নিবে, যাতে পেশাবের ছিঁটা উড়ে না আসে এবং এমন মাটি খুঁজে নিবে যা সহজেই পেশাব চুষে নেই।
___ তিরমিযী শরীফ ১:১২ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:২ পৃষ্ঠা

১৪. বসে পেশাব করবে, দাঁড়িয়ে করবে না।
___ তিরমিযী শরীফ ১:৯ পৃষ্ঠা

১৫. (কারো পেশাব নিষ্কাশনে সমস্যা থাকলে এবং পেশাব পরবর্তী সময়ে ফোঁটা ফোঁটা পেশাব পড়ার রোগ থাকার কারণে) পেশাব করার পর ঢিলা-কুলুপ নিয়ে হাঁটাহাটি করতে হলে দেয়াল ইত্যাদির আড়ালে গিয়ে হাঁটাহাটা করা উচিত।
___ শামী ১:১৩৭ পৃষ্ঠা

১৬. সুন্নাত অনুযায়ী বাড়ি থেকে উযু করে যাওয়া উচিত।
___ ২:৪০৪ পৃষ্ঠা

১৭. সুন্নাত নামাজসমূহ বাড়ি থেকে পড়ে যাওয়া উচিত। বাড়ি থেকে পড়ে যাওয়ার সুযোগ না থাকলে মসজিদে গিয়ে পড়বে।
___ মিরকাত ২:৩৯০ পৃষ্ঠা

নোটঃ

বর্তমানে যেহেতু অনেকেই সুন্নাত নামাজসমূহ ছেড়ে দেয়, সেহেতু সুন্নাত নামাজ মসজিদে পড়াই উত্তম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

amader agulo mene chola uchit. Thanks for share.

পোস্টিং খুবই দরকারী,