দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৩

in islamiclife •  7 years ago  (edited)

বাথরুমে প্রবেশ করা, বের হবার দুআ ও সুন্নাতসমূহ - ০১

১. ইস্তিঞ্জার জন্য পানি এবং ঢিলা উভয়টি ব্যবহার করা। ঢিলার সংখ্যা তিনটি হওয়া মুস্তাহাব। (প্রয়োজনে ৩ সংখ্যার কম-বেশি হতে কোনো বাঁধা নেই।)
___ মুসলিম শরীফ, ১:১৬৩ পৃষ্ঠা; তিরমিযী শরীফ, ১:৭ পৃষ্ঠা

নোটঃ আধুনিক পায়খানায় মাটির ঢিলা এবং কাপড়ের টুকরো ব্যবহার করার কারণে অসুবিধে দেখা দেয়। এজন্য ওলামায়ে কেরাম টয়লেট পেপার বব্যহারের পরামর্শ দেন।

২. মাথা ঢেকে ও পায়ে জুতা পরে যাওয়া সুন্নাত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাথা ঢেকে এবং পায়ে জুতা পরে বাথরুমে যেতেন।
___ ইবনে সা’দ, ১:২৯ পৃষ্ঠা; আলাইকুম বি-সুন্নাতী ১১ পৃষ্ঠা; কানযুল উম্মাল ৭:২০ পৃষ্ঠা

৩. বাথরুমে প্রবেশের পূর্বে এ দুআ পড়া সুন্নাত:
d.jpg
t.PNG
Image From

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ
উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস।
(আল্লাহর নামে {বাথরুমে প্রবেশ করছি}, হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাচ্ছি নর-নারী দুষ্ট জ্বিন থেকে।)

নোটঃ মিশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ মিরকাতে মোল্লা আলী কারী (রহ.) লিখেছেন: এ দুআর বরকতে বাথরুমে থাকা খবিস-শয়তান ও ইস্তিঞ্জাকারী ব্যক্তির মাঝে পর্দা সৃষ্টি হয়ে যায়। ফলে তারা তার লজ্জাস্থান দেখতে পারে না। خُبْثِ শব্দটি সম্পর্কে মোল্লা আলী কারী (রহ.) লিখেছেন যে, خُبْثِ শব্দটির ب এর উপর পেশ বা জযম যেকোনোটি দিয়ে পড়া যেতে পারে।

৪. বাথরুমে প্রবশ করার সময় প্রথমে বাম পা প্রবেশ করাবে। অবশ্য পা-দানীতে প্রথমে ডান পা রাখবে। আর বের হবার সময় পা-দানী থেকে প্রথমে বাম পা নিচে রাখবে।
___ আলাইকুম ‍বি-সুন্নাতী ১১ পৃষ্ঠা

৫. যখন ’ছতর’ খোলা হবে তখন যতোটা নিচু হয়ে সহজভাবে কাপড় উঠানো যায়, ততোটা নিচু হয়ে কাপড় উঠানো উত্তম।
___ তিরমিযী শরীফ ১:১০ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৬ পৃষ্ঠা; মিশকাত শরীফ ১:৪২ পৃষ্ঠা; দারেমী ১:১৭৮ পৃষ্ঠা

২য় পর্ব পরবর্তী পোস্টে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Shobai atoh kichu bollo ja amar jonno kichu baki rakhhe nai kichu

আশা করি প্রতিদিন এই রকম পোষ্ট করলে আমাদের অনেক অজানা গুলো জানা এবং শিখা যাবে। ধন্যবাদ

Allah Akbar

আলহাদুলিল্লাহ

  ·  7 years ago (edited)

Asholei Allah mohan

আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোন উপায় নাই।

SubhanaAllah...Khub valo post

Alhamdulillah

সুবহানাল্লাহ সুন্দর পোষ্ট।

SubhanAllah

Thik bolechen vai

Amio agree kori

Ami ak mott

great islamic status/post,my religion islam,i like your post, i love islam and i love al-koran,thanks brother @arshikhan

Quran the solution for humanity

আমি আপনার পোস্ট পড়ার দ্বারা অনেক শিখতে পারে।
এই পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ?????????

Islam the religion of peace

Knowledgeable and the most important

Khub valo ebong sikkhonio post

Onek janar achhe

অনেক ভালো & শিক্ষানীয় পোস্ট.......ধন্যবাদ steemit এ ইসলামিক পোস্ট দেওয়ার জন্য
বেস্ট অফ লাখ

Kotha gula Onek nicely explained

জানিনা,,, হয়তো

Amio thik jane na

হুম,,অজানাই থাক....কিছু কিছু জিনিস না জানা ভালো,,,আমার মতে