দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ১

in islamiclife •  7 years ago 

ঘুম থেকে উঠার সুন্নাতসমূহ

dua4-md20150519122809.jpg
Image From

১. ঘুম থেকে উঠা মাত্রই উভয় হাত দ্বারা চোখমুখ ডলা সুন্নাত, যাতে ঘুমের জড়তা দূর হয়ে যায়।
___ শামায়েলে তিরমিযী, পৃষ্ঠা: ১৮

২. (ফজরের সময়) যখন ঘুম থেকে উঠবে, তখন এ দুআ পড়বে।

اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

(আল-হামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।)

৩. যখন ঘুম থেকে উঠবে, তখন মিসওয়াক করা সুন্নাত।
___ বুখারী শরীফ, পৃষ্ঠা: ৯৩৬; মুসলিম শরীফ, পৃষ্ঠা: ২:৩৪৮

নোট:

উযু করার সময় আবার মিসওয়াক করতে হবে। কেননা ঘুম থেকে উঠামাত্র মিসওয়াক করা পৃথক সুন্নাত।

৪. পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে তিনবার উভয় হাতের কব্জি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেওয়া সুন্নাত।
___ তিরমিযী শরীফ, পৃষ্ঠা- ১:১৩

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই জরুরি তথ্য। ধন্যবাদ।

Khub ei guruttopurno post.Dhonnobad vai

মাসআলা, ভাই অনেক দিন পর steemit এ আমার ভাষায় একটি গুরত্বপূর্ণ পোষ্ট পড়লাম। এই সুন্দর পোষ্টটির জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ।

porar jonno apnake k donnobad na d a parlam na

Aha...ki omayik vai apni...:) @badol1994

Ekdom sothik kotha bolechen vai

Its very important for our life.

Yes, these are very important for our lives

It is very necessary to know all our Muslim brothers.Thank you so much for this post.Thank you?????