#সালাতের গুরুত্বপূর্ণ দশটি বিষয়
Copyright-free Image source : pexels.com
সালাতের গুরুত্ব 10 বিষয়
কালেমায়ে শাহাদাত পাঠ করার পরেই ইসলামে সালাতের স্থান|#
সালাত ইসলামের শ্রেষ্ঠ ইবাদত, মিরাজের রাত্রিতে ফরজ হয় |
সালাত ইসলামের প্রধান স্তম্ভ যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না |
সালাত একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত সাত বছর বয়স থেকে আদায়ের অভ্যাস করতে হয়|
পবিত্র কোরআনে সর্বাধিক কভার আলোচিত বিষয় হল সালাত
মুমিনের জন্য সর্ব অবস্থায় পালনীয় ফরজ হল সালাত যা অন্য ইবাদতের বেলায় হয়নি|
ইসলামের প্রথম যে রশ্মি ছিন্ন হবে তা হল তার শাসন ব্যবস্থা এবং সর্বশেষ যে রশিদ ছিন্ন হবে তা হল সালাত|
দুনিয়া থেকে সালাত বিদায় নেয়ার পর এই কিয়ামত হবে|
কিয়ামতের দিন বান্দারা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাদের সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে আর সালাতের হিসাব বেঠিক হলে তার সমস্ত আমল বরবাদ হবে |
দৈনিক পাঁচ ওয়াক্ত হিসেবে সালাত ফরজ করা হয়েছে যা অন্য কোন ফরজ ইবাদতের বেলায় করা হয়নি |