হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।
আপনাদের সবার পরিচিত একটি গাড়ি যেটার নাম হল বাইক। আমার মামারা একটি বাইক রয়েছে। ভাই এই বাইকটি দেখতে খুবই সুন্দর।
এই বাইকটির রং হল কালোর মধ্যে হালকা হালকা সাদা। বাইকে ছুটতে আমার খুব ভালোলাগে। বাইকে ওটা আমার অন্যতম একটি সক।
যখনই আমার মামা আমাদের বাড়িতে আসে। তখনই আমি আমার বা আমার মামার বাইকে করে সব জায়গায় ঘুরতে যাই।
আমার মামা আমাকে যেখানে যায় সেখানে নিয়ে যায় ওনার সাথে ঘুরতে যাওয়ার জন্য। এজন্য আমি আমার মামার সাথে এজন্য।
আমার মামার বাইকটি খুবই সুন্দর আমার মামার বাইকটির কালারটি বেশি সুন্দর আমাদের বাড়িতে আরো অনেকেরই বাইক রয়েছে।
কিন্তু আমি আমার মামার বাইকে ছুটতে বেশি পছন্দ করি। কারণ আমার মামার বাইক টা আমার কাছে খুবই পছন্দের।
এমনিতেই সাধারণত বাইকে ছাড়া আমার একটি সক। আমি যে কাজে কারো বাইকে চড়তে পছন্দ করি। বাইক দেখলে আমার শুধু উঠতে ইচ্ছে করে।
যে আমাকে বাইকে উঠবে বলে আমি খুবই খুশি হয়ে যাই এবং সাথে সাথে বাইকে উঠে পড়ি। এজন্য অনেকেই আমাকে এ বাইক পাগল বলে।
কারণ আমি যার কাছেই বাইক দেখেই তার পিছন পিছন দৌড়ে যাই আমাকে বাইকের নেওয়ার জন্য। বাইক আমার একটি পছন্দের গাড়ি।
আমার পছন্দের গাড়ির মধ্যে বাইক আমার পছন্দ। আমার আম্মু আমাকে বাইক পাগল ডাকে। সব সময় কেননা আমি বেশিরভাগ বাইকে উঠি।
আমি যে কোথাও যাওয়ার সময় আমার মামার বাইকে করে যাই। আমি অন্য কোন গাড়িতে উঠতে বেশি পছন্দ করি না।
আমি বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি ঘুরা আমার একটি অন্যতম শখ। তাও বাইকে করে অন্য কোন গাড়ি করে নয়।
আমার মামার বাইকটি আমার কাছে একটু বেশি পছন্দ কারণ বাইকটির কালার টি দেখতে খুবই সুন্দর। এজন্য আমি বাইকে উঠতে পছন্দ করি।