২০২১ সালের জুন মাসের ১১ তারিখ । এই দিনেই সর্বপ্রথম "আমার বাংলা ব্লগের" পথযাত্রা শুরু হয় । ১১ জুনের রাত ১০ টা ০৯ মিনিটে আমি প্রথম পোস্ট করি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে । পোস্টের শিরোনাম ছিলো - আমার বাংলা ব্লগের যাত্রা শুরু...... । পোস্টটি পড়তে পারবেন এখানে ক্লিক করে ।
এই পোস্টটি ছিল "আমার বাংলা ব্লগের" একটা পরিচিতিমূলক পোস্ট এবং কিছু বেসিক নিয়ম কানুন জানানোর উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল । এই পোস্টে ব্যবহৃত লোগোটিই হলো "আমার বাংলা ব্লগের" অফিশিয়াল লোগো । এর পরে অবশ্য আরো অনেকগুলো লোগো তৈরী করা হয়েছিল ।
আমার বাংলা ব্লগে এই মুহূর্তে বহুল ব্যবহৃত লোগোর সংখ্যা তিন । আগামী মাসের ১১ তারিখ আমাদের কমিউনিটির তৃতীয় বর্ষ পূর্ণ হতে যাচ্ছে । তাই তৃতীয় বছরে পদার্পণে আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি লোগো । আমরা বর্ষপূর্তিতে এই লোগোর শুভ উদ্বোধন করতে চাই । এই উদ্দেশ্যে তাই আমি একটি লোগো কন্টেস্টের আয়োজন করেছি । আশা করছি আমার বাংলা ব্লগের সকল সম্মানিত ব্লগারগণ এই কন্টেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে বিশেষভাবে বাধিত করবেন । সেরা লোগোটিকে আমার বাংলা ব্লগের নিউ অফিসিয়াল লোগো হিসেবে গ্রহণ করা হবে এবং বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।
এই হলো "আমার বাংলা ব্লগের" তৃতীয় লোগো
কন্টেস্টের বিষয় : "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।
➥লোগোটি কমিউনিটির উদ্দেশ্য এবং কার্যকলাপকে বেস করে ক্রিয়েট করতে হবে ।
➥এই প্রতিযোগিতায় শুধুমাত্র "আমার বাংলা ব্লগের" সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন ।
➥ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড হবে fully transparent ।
➥রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।
➥লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।
➥লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।
➥বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।
➥কন্টেস্টের সময়সীমা : ৩ সপ্তাহ । লাস্ট ডেট : ০৯ জুন ২০২৪, রবিবার ভারতীয় সময় রাত ১২ টা অব্দি।
➥কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।
পুরস্কার : 1K STEEM
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
****https://singingfiles.com/show.php?l=0&u=1961361&id=61537****