জব ইন্টারভিউ থেকে বাদ পরার অনেক কারন হতে পারে । তার মধ্যে অন্যতম একটি কারন হচ্ছে জব ইন্টারভিউ টেবিলে ঘাবড়ে যাওয়া। আমরা অনেকেই এমনটা দেখেছি জব ইন্টারভিউতে মৌখিক জিজ্ঞাসাবাদের সময় আমাদের মানসিক অবস্থার অবনতি ঘটে, যার ফলে এমন অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না যা আমরা আগে থেকেই জানি। আবার অনেক সময় জব রিক্রুটাররা নানাবিধ অনৈতিক কাজ করার কথা বলে পরিক্ষা করে থাকেন, কিন্তু আমরা জবের প্রতি এতোটাই দুর্বল থাকি যে আমরা তাতে রাজি হই ।
চাকরি খোজার মুল উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে সচ্ছলতা পাওয়া। কিন্তু আমরা মাঝে মাঝে এই অর্থের মানদন্ড নিয়ে এতোটাই চিন্তিত হয়ে যাই যে ইন্টারভিউতে কাজের চেয়ে বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে বেশি আলোচনা করি। যার ফলে জবটা আমাদের হাত থেকে ফসকে যায়। আবার আমরা অনেক সময় যেই কম্পানির জবের জন্য যাচ্ছি সেই কম্পানি সম্পর্কে ভালোভাবে ধারনা না নিয়ে জবে চলে যাই। এমনকি অনেক সময় যেই জবটার জন্য এপ্লাই করেছি সেই জব নিয়ে আমাদের সাধারন জ্ঞ্যান খুব কম থাকে। একটা কথা মনে রাখবেন রিক্রুটাররা সবসময় চান যোগ্য প্রার্থীকে জবটা হস্থান্তর করতে তাই আপনি যদি জবটা পেতে চান তাহলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ রুমে ঢুকতে হবে।
এসকল কারন ছাড়াও আরো অনেক কারন রয়েছে, যেমনঃ নিজের ক্যারিয়ার সম্পর্কে অনিশ্চিত থাকা, আবেদন পত্রে ভুল তথ্য প্রদান করা, রিক্রুটারকে নিজের প্রতি আকরশন করার জন্য যেই গুনগুলো সেগুলোও সিভিতে লেখা, সৌজন্যবোধ ও টিম ওয়ার্কের অভাব, সময়ের ব্যাপারে অনিহা করা দেরিতে ইন্টারভিউতে পৌঁছানো, কোন বিষয় নিয়ে কথা বলতে দিলে তার বিষয়ে পজেটিভ চিন্তা ধারনার চেয়ে নেগেটিভ ধারনা বেশি প্রকাশ করা, কোন মিথ্যা তথ্যকে সত্যতে রুপান্তর কারার জন্য বারবার মিথ্যা বলা, আগে যেই কম্পানিতে জব করেছেন সেই কম্পানির নামে খারাপ মন্তব্য করা ইত্যাদি।
@zaku ভাই এর পোস্ট গুলো যখন আমি দেখি, তখন আমি চিন্তায় পড়ে যায়,,, @zaku ভাই আমাদের বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ বলা ভুল হবে, আমাদের সবার জন্য একটা শিক্ষা মূলক লেখা নিয়ে সব সময় আসে,, যেটা পড়লে আমরা অনেক শিক্ষা পেয়ে থাকি,,, @zaku ভাই interview এর ব্যাপারে jevabe বিশ্লেষণ করেছেন এটা 100% ঠিক,,, সাধারণত এটাই আমাদের সাথে ঘটে interview দিতে গেলে,, অথবা আমরা যে JOB এর জন্য interview দিতে যাচ্ছি সেই job এর ব্যাপারে আমরা একটু কো না জেনে, অর্থাৎ preparing না করে আমরা interview এ চলে যায়, এটা একটা বড় ভুল,, যাই হোক এই পোস্ট টা আমাদের সবাইকে পড়া দরকার, বিশেষ করে যারা JOB এর জন্য interview দিতে দিতে মন ভেঙে গেছে specially তাদের জন্য, কি বলেন @zaku ভাই???
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার মুল্যবান কমেন্টের জন্য , আপনার বক্তব্যের সাথে আমিও একমত ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@zaku ভাই কোনো ব্যাপার নাই,, আমরা তো সবাই মিলে আপনার সাথে steemit এ কিছু শিখতে পারছি,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
yes
right
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের প্রিয় @zaku ভাই। আসা করি ভালই আছেন। পোষ্টের সাথে মিল রেখে কমেন্ট করতে না পেরে দুক্ষিত। আমি নতুন তাই অনেক প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। একটি প্রশ্ন - অনেকের steemit প্রফাইলে ঢুকে দেখলাম যে তারা যে পোস্ট করে তা থেকে curator- ৩-১০% এর মত কেটে রাখে। আমি পোস্ট করলে ২৫ % কাটে। এর কারন কি ভাই???
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Join Discord then Ask here. https://discord.gg/NP2JU8
ekhane eto discuss kora jabe na.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
First time of job interview we should not think about the salary. its hard to get a job just after finishing study. So whatever the salary is one should take the chance. After getting experience there will be chance to move.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yeah, you are absolutely right, You got my point.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit