বাসায় ঢুকেই মৌমিতা বেসিনের সামনে গিয়ে বমি করা শুরু করল। বমি বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। মৌমিতার মা ছুটে এলেন-
মা : কি রে, তোর কী হয়েছে?
মৌমিতা : কিছু না।
মা : সত্যি করে বল, তোর এই সর্বনাশ কে করেছে?
মৌমিতা কিছু না বলে তার সঙ্গে থাকা বন্ধুর দিকে আঙুল দেখাল। এবার ওর মা গিয়ে বন্ধুর গালে কষে এক চড় দিলেন।
মা : বজ্জাত ছেলে! অসভ্য! তুই মৌমিতার ফ্রেন্ড হয়ে ওর এতো বড় ক্ষতি করলি? আমি তোকে বিশ্বাস করতাম।
বন্ধু : আন্টি, আপনি এসব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না!
মা : বেয়াদব! আমার মেয়ের এতো বড় সর্বনাশ করে আবার ন্যাকামো করছিস!
মৌমিতা : মা, তুমি ওকে কী বলছো? আমিই তো ওকে বলেছিলাম!
মা : কী বলেছিলি?
মৌমিতা : ও তো না-ই করেছিল, আমি জেদ করেছিলাম রাস্তার পাশের মামা হালিম খাব। সেটা খেয়েই তো আমার এই অবস্থা!
Your Post Has Been Featured on @Resteemable!
Feature any Steemit post using resteemit.com!
How It Works:
1. Take Any Steemit URL
2. Erase
https://
3. Type
re
Get Featured Instantly & Featured Posts are voted every 2.4hrs
Join the Curation Team Here | Vote Resteemable for Witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit