হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মরিচ গাছের কিছু কথা।
আপনারা অনেকেই হয়তো মরিচ গাছের কথা শুনেছেন। আবার অনেকে হয়তো মরিচ গাছের কথা না শুনে থাকতে পারেন।
আজকে আমি আপনাদের সাথে এসে মরিচ গাছের কথাই বলতে যাচ্ছি। মরিচ শুকনা বাত দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খেতে অনেক মজা লাগে।
আমি এরকম করে মরিচ দিয়ে পেঁয়াজ কথার নিয়ে ভাত খেতে পছন্দ করি। অনেক সময় মাঝে মাঝে দুপুরবেলা আমার আম্মু এরকম করে আমার জন্য এই খাবার তৈরি করে।
কারন আমি এই খাবার খেতে খুব পছন্দ করি। একদিন আমি আমার বাজারে গিয়ে একটি মরিচ গাছ দেখতে পেলাম। এরপর মরিচ গাছ কিনে নিয়ে আসলাম।
ওই মরিচ গাছটি মাটির মধ্যে রোপণ করে দিলাম। এখন মরিচ গাছ ধীরে ধীরে একটু একটু করে বড় হতে লাগলো। আমি এখন তার কয়েকটি ফটোগ্রাফি করলাম।
আপনারা হয়তো জানেন আমার ফটোগ্রাফি করতে খুব ভাল লাগে। তাই আমি যে জিনিস দেখি সে জিনিসেরই ফটোগ্রাফি করতে থাকি।
তাই আমি আমার মুর্শিদ কাজটা একটু বড় হওয়ার পর আমি সে মরিচ গাছের কয়েকটি ফটোগ্রাফি করলাম। এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
মরিচ দিয়ে বিভিন্ন তরকারি রান্না করা যায় আমার আম্মু রা প্রত্যেকবারই মরেছে। আসলে বাজার থেকে মুরিচ কিনে নিয়ে আসে।
মরিচ দিয়ে তরকারি রান্না করলে খুব মজা হয়। এইজন্য আমি একটি মরিচ গাছ রোপণ করেছি। এখনও মরিচ গাছে মরিচ ধরে নি।
যদি মরিস দলে কোন এক সময় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশা-আল্লাহ। আমি মরিচ খেতে খুব ভালোবাসি।
বেশিরভাগ ঝাল খাইতে আমি পছন্দ করি। এজন্য কাঁচামরিচ আমি সবসময় ভাতের সাথে খেতে পছন্দ করি। জাল ছাড়া আমি খেতে পারি না।