সোনালি আঁশ

in jute •  6 years ago 

বাংলাদেশের পাঠকে সোনালি আঁশ বলা হয় ।এটি দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখে চলেছে । বাংলাদেশ পাঠ উৎপাদনে দ্বিতীয় । প্রথম হল ভারত । বাংলাদেশের ফরিদপুর , রংপুর , যশোর , ঝিনাদাহ , চুয়াদাঙ্গাতে পাঠ ভালো হয় । কিছুদিন আগে বাংলাদেশের বিজ্ঞানী মকসুদুল আলম পাঠের জিনম আবিষ্কার করেছে । যা পাঠ উৎপাদনে অনেক অবদান রাখবে ।

পাঠ দেখতে অনেকটা সোনার মত দেখায় বলে একে সোনালি আঁশ বলে । এটা দিয়ে বিভিন্ন পাঠ জাত পন্য যেমন ব্যাগ , সূতা , দড়ি , চট , আসবাবপত্র তৈরি করা হয় । এবং বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা আয় করা হয় । যা আমাদের দেশীয় অর্থনিতী তে অবদান রাখছে ।

image source: https://www.google.com/search?q=%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0+%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7&client=firefox-b-ab&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwiHks3094vbAhXDLI8KHTBxDt8Q_AUICygC#imgrc=uHi7imNdE0Vy6M:

যাইহোক পাঠ চাষের ক্ষেত্রে কিছু সমেস্যা আছে তা হল এটি পানিতে পচাতে হয় । অনেক সময় পানির অভাবে করা কঠিন । আবার এটি পানি দুষিত করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

sonali ash amader desher

You got a 1.70% upvote from @postpromoter courtesy of @desh2!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

This post has received a 6.30 % upvote from @booster thanks to: @desh2.