Chapter 2 এ ব্যাপকভাবে chapter 3 এর ধারনা দিয়ে গেছে। যারা KGF Chapter 2 দেখেনি তারা পড়বেন না।
রকি ভাই KGF এর দখল নেওয়ার পর যখন আধিরা রকিকে বুঝিয়ে দিলো KGF এর সিংহাসনে বসা তার জন্য সহজ হলেও কেজিএফ এর সিংহাসনে বসে রাজ করা আতোটা সহজ নয়। কথায় আছে স্বাধীনতা লাভ করার থেকে রক্ষা করা কঠিন। তখনই রকির মাথায় যুগান্তকারী চিন্তাভাবনার উৎপত্তি হলো। সে বুঝলো তার শুধু ইন্ডিয়াতে নয় ইন্ডিয়ার বাইরেও নিজের নেটওয়ার্ক সৃষ্টির প্রয়োজন। তখন সে এনায়েত খলিলের কাছে গিয়ে প্রচুর অস্ত্র এবং ম্যান পাওয়ার নিয়ে আধিরার সাথে সাথে অনান্য গ্যাংস্টারদের বুঝিয়ে দিলো কেজিএফ এর দিকে নজর দিলে তার পরিনতি কি হবে। ব্যাস, ঘরের ভিতরে শত্রুরা তখন চুপ হয়ে গেলো। 1978 থেকে 1981 পর্যন্ত কাহিনী দেখানো হয়নি। আর এখন থেকেই শুরু KGF Chapter 3..
এই দুই বছর সময়ের ভিতর রকি নিজের দেশের সব থেকে পাওয়ারফুল পার্সোন হয়ে যায় না শুধু। সে ইন্ডিয়ার বাইরেও নিজের সাম্রাজ্যের বিস্তার ঘটাতে থাকে। তার লক্ষ্য দুনিয়া। শুধু ইন্ডিয়া না।
তবে রকি এসব জেনে বুঝেই করে, কারণ সে জেনে গেছিলো তার শত্রুর অভাব নেই। এরা একদিন তাকে মরন কামড় দিতে আসবেই। তাই সে সোনার উত্তলন দ্রুত গতীতে করছিলো। সুরিয়াবর্ধন গতো ২০ বছরেও যে সোনা উত্তলোন করেনি তা সে ২বছরের ভিতর করে ফেলে সে চাইছিলো যে কেজিএফর ১টুকরো সোনাও অবশিষ্ট না থাকে। যখনই সোনা উত্তোলন শেষ হয়ে গেলো। রকি ভাই তখন তার চূরান্ত চালটা চালার জন্য প্রস্তুত হলো। এর ভিতর সে শুনলো কেজিএফ এর এক টুকরো সোনার বিস্কিট সরকার আটক করেছে। সে ঐ একটুকরো সোনা আনতে গেলো। কেন গেলো এটাও একটা রহস্য। সেই রহস্য সরকারের কাছে ধামাচাপা দেওয়ার জন্য সে পুলিস স্টেশনে ফায়ারিং করলো। যাতে সরকার বুঝে নেয় এটা কোনো রহস্য নয় এটা একটা থ্রেট এবং ক্ষমতার বড়াই। তারপর পরই রকি KGF এ সকল সোনা যা বাজারে ছিলো তা উঠিয়ে নিলো। রকি জানতো গুরুপ্যান্ডিয়ান তার মিত্র না। তবে সে যে মাস্টার প্লানার তা জানতো না। তাই সে রিনাকে হারায়। কিন্তু রকি যেন চেয়েছিলোই এটা। সে সবার সামনে গুরুপান্ডিয়ানকে মেরে সরকারকে বাধ্য করে তার বিরুদ্ধে ইন্ডিয়ান হাই এলার্ট জারি করতে। তারপর কেজিএফ এর সব সোনা ভর্তি জাহাজ নিয়ে সে সমুদ্রে চলে যায়। এবং তাকে সোনাভর্তি জাহাজ সহ ডুবিয়ে দেয় সরকার। কিন্তু যেখানে সোনা ডুবে যায় সেখান থেকে সোনা উদ্ধার করার উপায় থাকে না সরকারের।
এবার আসেন! রকি ভাই কি এতোটাই বোকা যে কি না সারাজীবন পৃথিবীর সব থেকে পাওয়ারফুল পার্সোন হতে চেয়েছে সে নিজেই এতো লেইম ভাবে আত্মহননের পথ বেছে নিবে? আপনি যদি তাই ভাবেন তাইলে এটা হাস্যকর হয়ে যাবে।
রকি ভাই জাস্ট দুনিয়ার কাছে প্রুফ করতে চেয়েছে সে মৃত্যু। সেই কারণেই ইন্ডিয়ার সব থেকে পাওয়ারফুল ম্যান হয়েও তার কোনো ছবি কোথাও পাওয়া যায়নি। যাইহোক, সে KGF এর সব সোনা অন্য জায়গা পাচার করে দিয়েছে এটা শিওর ভাবেই বলা যায়। আর সে কেজিএফ এর সব সোনা কালেকশান করে নিয়েছিলো, বাজারে যে সোনা ছিলো তাও উঠিয়ে নিয়েছিলো। তার মানে সে পুরা দুনিয়ায় কাছ থেকে কেজিএফ থেকে পাওয়া সোনার পরিচয় হাইড করতে চেয়েছে। এখন সে এই সোনা আন্তর্জাতিক ভাবে বিক্রি করবে। ইন্ডিয়াতেও বিক্রি করবে। কিন্তু কে বিক্রি করছে এবং কোথাকার সোনা বিক্রি করছে তা কেউ ফাইন্ড আউট করতে পারবে না। এভাবেই রকি পৃথিবীর সব থেকে ধোনি ব্যক্তি হয়ে মা এর জেদ পুরোনো করবে...
বিঃদ্রঃ এটা পার্সোনাল প্রেডিকশন। কেউ সিরিয়াসলি নিবেন না।