বাংলাদেশে যা কিছু প্রথম ( First In Bangladesh)

in knowledge •  2 years ago 

১) বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ?

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ।
    ২) বাংলাদেশের প্রথম সরকারি কলেজ ?
  • ঢাকা কলেজ ।
    ৩) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ?
  • শেখ মুজিবুর রহমান ।
    ৪) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
  • তাজউদ্দীন আহমদ ।
    ৫) বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান ?
  • কে এম সফিউল্লাহ
    ৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ?
  • স্যার পি. জে. হার্টগ ।
    ৭) বাংলাদেশের সিনেমার প্রথম অভিনেত্রী ?
  • পূর্ণিমা সেনগুপ্তা ।
    ৮) বাংলাদেশের প্রথম স্পিকার ?
  • মোহাম্মদ উল্লাহ ।
    ৯) বাংলাদেশের প্রথম জাদুঘর ?
  • বরেন্দ্র গবেষণা জাদুঘর ।
    ১০) বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ ?
  • বাংলার দূত ।
    ১১) বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ?
  • আ.স.ম. আব্দুর রব ।
    ১২) বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ?
  • শিবনারায়ণ দাস ।
    ১৩) বাংলাদেশের প্রথম নারী ভিসি ?
  • ফারজানা ইসলাম ।
    ১৪) বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু ?
  • ৪ জানুয়ারি , ১৯৯০ ।
    ১৫) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে ?
  • ভুটান ।
    ১৬) বাংলাদেশর প্রথম গনপরিষদ অধিবেশন বসে ?
    -১০ এপ্রিল , ১৯৭২ ।
    ১৭) বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ?
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ ।
    ১৮) বাংলাদেশের প্রথম ছায়াছবি ?
  • মুখ ও মানুষ ।
    ১৯) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার /
  • মুজিব নগর সরকার ।
    ২০) বাংলাদেশের প্রথম ঢাকা সিটি করপরেশন মেয়র ?
  • আনন্দ চন্দ্র রায় ।
    ২১) বাংলাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক ?
  • গাজী আশরাফ ।
    ২২) বাংলাদেশ প্রথম অলিম্পিক অংশগ্রহণ করে ?
  • ১৯৮৪ ।
    ২৩) বাংলাদেশের প্রথম জাতীয় ফুটব্ল দলের অধিনায়ক ?
  • মোহাম্মদ জাকারিয়া পিন্টু ।
    ২৪) বাংলাদেশের প্রথম নারী স্পিকার ?
  • শিরীন শারমিন চৌধুরী ।
    ২৫) বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ?
  • বেগম খালেদা জিয়া ।
    ২৬ ) বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ?
  • ১৯৯৬ সালের ৬ জুন ।
    ২৭) বাংলাদেশে প্রথম কম্পিউটার চালু হয় ?
  • ১৯৬৪ ।
    ২৮) বাংলাদেশে প্রথম ডিজিটাল ফোন চালু হয় ?
  • ১৯৭৩ ।
    ২৯) বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ?
  • মুহাম্মদ ইউনূস ।
    ৩০) বাংলাদেশের প্রথম মহিলা কবি ?
  • চন্দ্রাবতী ।
    ৩১) বাংলাদেশের প্রথম সংবাদপত্র ?
  • বেঙ্গল গেজেট।
    ৩২) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী ?
  • মুসা ইব্রাহীম ।
    ৩৩) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ?
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ।
    ৩৪) বাংলাদেশ প্রথম পররাষ্ট্রমন্ত্রী ?
  • খন্দকার মোশতাক আহমেদ ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!