" ভিক্টোরিয়া মেমোরিয়াল হল " এক ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপত্য যা শুধুমাত্র কলকাতার নয় সম্পন্ন ভারতবর্ষের কাছে একটি অসাধারণ সৌন্দর্যে পূর্ণ মোহমায়া। ১৯০৬ খ্রিস্টাব্দে এই স্থাপত্য নির্মাণকার্য শুরু হয় এবং তার সমাপ্তি ঘটে ১৯২১ খ্রিস্টাব্দে। "ভিক্টোরিয়া মেমোরিয়াল" তৈরি করা হয়েছিল ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। এটি কলকাতার ময়দানে অবস্থিত। বর্তমানে ভিক্টোরিয়া মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং পর্যটন কেন্দ্র হিসেবে ভিক্টোরিয়া দেশ বিদেশের সকল ধরনের মানুষকে আকৃষ্ট করে। আমরা গর্ববোধ করি এমন একটি অসাধারণ সৌন্দর্যপূর্ণ স্থাপত্য আমাদের মাতৃভূমিতে গড়ে উঠেছে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা একটি বার এখানে এসে এই সৌন্দর্যের উপলব্ধি করে যাও
ভিক্টোরিয়া মেমোরিয়াল
3 years ago by gourabblog (27)
$0.01
- Past Payouts $0.01
- - Author $0.01
- - Curators $0.00