দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৫(বাংলা সাহিত্য)

in kr •  2 years ago 

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।

নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট

কুইজ : (বাংলা সাহিত্য)

০১. বাংলার এক অতি বিখ্যাত এবং সুপ্রাচীন শিশু পত্রিকার নাম হলো "শিশু সাথী" । এই পত্রিকার প্রকাশক কোন প্রকাশনী সংস্থা ?

০২. এক বিখ্যাত সাহিত্যিক এর লেখায় বারবার "দিকশূন্যপুর" নামে এক কাল্পনিক জায়গার নাম এসেছে । তাঁর অনেকগুলি উপন্যাসে এই দিকশূন্যপুর-এর উল্লেখ আছে । কে এই বিখ্যাত সাহিত্যিক ?

০৩. বাংলা ভাষায় সর্বপ্রথম ননসেন্স পোয়েট্রি লিখে অতি বিখ্যাত হয়েছেন কোন শিশু সাহিত্যিক ?

০৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি উপন্যাসের এক কেন্দ্রীয় এবং রহস্যময় চরিত্র "হোসেন মিঞা" । বলতে হবে এই হোসেন মিঞার অর্থ রোজগারের উৎস কি ?

০৫. "বুজছসনি প্যালা, বাঘেও রাষ্ট্রভাষা কয় ! "হাম হাম" - মানে কী ? "আমি আমি", যে সে পাত্তর নয়, সাইক্ষ্যাত বাঘ । আর বিড়ালে ইঁন্দুররে ডাইক্যা কয় - "মিঞা আও, মিঞা আও", আইসো ইঁন্দুর মিঞা, তোমারে ধইরা চাবাইয়া খামু । আর কুত্তায় কয় - "ভাগ ভাগ হো, পলা পলা, নইলে তোর ঠ্যাঙে একখান জব্বর কামড় দিমু হ ।" - এই ডায়ালগটি কোন উপন্যাসের কোন চরিত্রের ?

০৬. "আমার এই 'ভবঘুরে' জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে !" - কোন বিখ্যাত লেখকের কোন বিখ্যাত উপন্যাসের প্রথম লাইন ?

০৭. "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলো যে সে মরে নাই ।" - কার লেখা ? গল্পটির নাম কি ?

০৮. "তিনজনেই খালি নির্বাক হইয়া বসিয়া রহিল, তাহার পর তাহদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনাআপনি উঠানের এককোণে আবদ্ধ হইয়া পড়িল.যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায়পাতায় শিরায়-শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের-হাত-পোতা পুঁইগাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া, কচি-কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাছা হইতে বাহির হইয়া দুলিতেছে...সুপুষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর!.." - বাংলা সাহিত্যের কোন বিখ্যাত গল্পের অংশবিশেষ এটি ? কার লেখা ?

০৯. মহা শ্মশান । দাউ দাউ করে জ্বলছে চিতা কাষ্ঠ । সেই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মহাপুরুষের নশ্বর দেহ । আর চিতার প্রজ্জ্বলিত কাঁপা কাঁপা সেই অতি স্বল্প আগুনের আলোকে আর এক মহান পুরুষ কাঁপা কাঁপা হাতে লিখে চলেছেন এক শ্রদ্ধাঞ্জলি "রবিহারা" । চোখে জল, এলো হাওয়ায় উড়ছে অবিন্যস্ত কেশরাশি ।

"দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত-পথের কোলে,
শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে
উদাস গগন-তলে ।
বিশ্বের রবি, ভারতের কবি,
শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।"

কার মৃত্যুতে কে লিখছেন ?

১০.

"শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
‘লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।’

দুই লাইনের এই ক্ষুদ্র কবিতার রচয়িতা কে ? কবিতার নাম কি ?
✡ ধন্যবাদ ✡
quiz-2191229_960_720.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!