কলকাতা: শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো৷ আজ ষষ্ঠী৷ পুজোর প্রতিটা দিনের মতো ষষ্ঠীর দিনেরও রয়েছে বিশেষ বৈশিষ্ট৷ আবার বাঙালি লৌকিকতা মেনে বছরভর নানা রকম ষষ্ঠী পালিত হলেও দুর্গাষষ্ঠীর রয়েছে বিশেষ মহিমা৷ জেনে নিন ষষ্ঠীর গল্প ৷
ছবি: সংগৃহীত
এই দিনই মায়ের বাড়িতে বরণ করে নেওয়া হয় পার্বতীকে৷ আর তাই এই দিনই হয় দেবীর বোধন৷ এরপর থেকে তিন দিন মায়ের বাড়িতে থাকবেন উমা ৷
ছবি: সংগৃহীত
এই দিন কাত্যায়ণী রূপে পূজিতা হন মা দুর্গা৷ শাক্ত সম্প্রদায় এদিন কাত্যায়ণী রূপেই মায়ের পুজো করে ৷
ছবি: সংগৃহীত
একই ভাবে অন্যান্য ষষ্ঠীর মতোই দুর্গা ষষ্ঠীও মায়েদের জন্য বিশেষ দিন৷ এই দিনও সন্তানের মঙ্গল কামনায় মায়েরা উপোস করেন৷ এই দিন অন্নগ্রহণ করেন না তাঁরা ৷