আজ রাতে আমি তোমাকে শেষ চিঠি লিখব
সকাল পর্যন্ত যেন জ্বলে না কে জানে?
বোমার যুগে জানি না
এমন রঙিন বাতাস যেন আর না বয়ে যায়।
জীবন ট্যাঙ্ক বন্দুকের একটি ডোজ মাত্র
আর মানুষ হল বুলেটের কার্তুজ
সভ্যতা বিচরণকারী লাশের প্রদর্শনী
আর রং হলো নতুন হোলির নতুন রক্ত।
কে জানে কাল তোমার নার্গিস চোখে
একটি স্বপ্ন ঘুম ঘুম ঘুম মৃত্যু
এবং শয়তান আপনার সিল্কি চাদর আঁকড়ে আছে
চাঁদ কাঁদে যে চাঁদের কাফন কাঁদে।🌌✍️