ছবিটি কিন্তু একটি নেবুলার। নাম IC 418. অন্য নাম স্পাইরোগ্রাফ নেবুলা।

in life •  8 years ago 

19105624_819832984840517_6261159057069795395_n.jpgপৃথিবী থেকে প্রায় ২০০০ আলোকবর্ষ দূরের। ব্যাস প্রায় ০.৩ আলোকবর্ষ। এই নেবুলার রং খুবই দ্রুত পরিবর্তিত হয়। যে নক্ষত্র থেকে এই নেবুলা তৈরি সেটি একদম মাঝখানে দেখা যাচ্ছে। এখন এটি একটি সাদা বামন হিসেবে আছে। নেবুলা হবার কয়েক মিলিয়ন বছর আগে এটি আমাদের সূর্যের মতই একটি নক্ষত্র ছিল। নেবুলা হয় সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। আর সুপারনোভা হয় রেড জায়ান্ট নক্ষত্র থেকে। বিজ্ঞানীদের ধারণা মাত্র প্রায় এক মিলিয়ন বছর আগেও এটি রেড জায়ান্ট ছিল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!