ছারপোকা আমরা অনেকেই দেখেছি। ছারপোকা সাধারণত বাসাবাড়ির কাঠে থাকে। ছাড়পোকা যেখানে থাকে সেখানে তারা খুব দ্রুত বংশ করে। বিশ্বের কোন জানি একটি দেশে ছারপোকা নিয়ে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে মানুষজন।
ট্রেনের বগিতে অনেক সময় ছারপোকা দেখতে পাওয়া যায়। ছারপোকা যে বাড়িতে একবার ঢুকে সেখানে তারা খুব দ্রুত বংশবিস্তার করে। ছাড়পোকা কামড়ে অনেক সময় অনেক রোগ হয়ে থাকে। ছাড়পোকার কামড়ে অনেক জায়গায় লাল লাল দাগ হয়ে যায়। ছারপোকা বেশি একটা বড় হয় না। ছারপোকা অনেক ক্ষুদ্র সাইজের হয়ে থাকে। অনেক জায়গায় ছারপোকা নিধনের জন্য অনেক ধরনের ঔষধ পাওয়া যায়। ছারপোকা নিধনের জন্য অনেক ঔষধ তৈরি করা হয়েছে। ছারপোকা অনেক হতে পারে একটি প্রাণী। ছারপোকার মানুষের নষ্ট করে থাকে। ছারপোকা থেকে দ্রুত প্রতিকার পাওয়ার জন্য ঔষধ ব্যবহার করা দরকার। ছারপোকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষের মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে।