মিউজিক ভিডিওতে যৌন উদ্দীপকভাবে কলা-আপেল খাওয়ার পাশাপাশি অশ্লীল অঙ্গ-ভঙ্গির অভিযোগ উঠেছে মিশরের পপ তারকা শাইমার বিরুদ্ধে। আর এই কারণেই পর্নোগ্রাফির অভিযোগে তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ-ঠাসা ক্লাসরুমে তিনি নাচ করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে '69' এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনও একটা কলা খাচ্ছেন, কখনও একটা আপেল চাটছেন। যার সবকিছু পর্নোগ্রাফির অনুষঙ্গ বহন করে।
ওই ভিডিও প্রকাশের পরপরই মিশরে আলোচনার ঝড় উঠে। যদিও পরে দুঃখ প্রকাশ করেছেন শাইমা