স্কুলে যাওয়া আসার পথে মাদ্রাজ সার্কুলেটর পত্রিকার কার্যালয় অবস্থিত। এ পত্রিকার প্রকাশক মি. ফেন্ডারলিন্ডার এবং সম্পাদকের সঙ্গে পরিচয় হয় মধুসূদনের। এরপর থেকে তিনি মাদ্রাজ সার্কুলেটর পত্রিকার নিয়মিত লেখক হিসেবে আত্নপ্রকাশ করেন। পরবর্তী সময়ে এই পত্রিকার সহ-সম্পাদক পদে চাকরি লাভের সুযোগও পান। এরপর থেকে শুধু মাদ্রাজ সার্কুলেটর নয়, ' জেনারেল ক্রনিকাল ', ' এথেনিয়ান ', এবং ' স্পেকটেটর ' পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় বিভাগে কাজ করেন।
একজন সত্যনিষ্ঠ সাংবাদিক হিসাবে মাদ্রাজে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে কবি খ্যাতির পাশাপাশি। শিক্ষকতার সঙ্গে সাংবাদিকতা করে এ সময় তিনি সংসারের খরচখরচা চালাতেন।