এস,এস,সি পরিক্ষাই যদি আপনি রেজাল্ট খারাপ করেন ,তাহলে কি আপনি পড়া লেখা থেকে ঝরে যাবেন

in life •  7 years ago 

এস,এস,সি এর পর আপনার চলার পথ কি হবে :

image source

আজ আলোচনা করবো এস এস সি যদি আপনার রেজাল্ট খারাপ হয় , আপনি কি পড়া লেখা থেকে ঝরে যাবেন। নিচ্ছই না , কারন এস এস সি প্রাথমিক লেভেলের শিক্ষা । এটা লেখা পড়া জিবনের প্রথম ধাপ । মাত্র কইদিন আগে এস এস সি রেজাল্ট দিয়াছে ।অনেকে অনেক ভাল রেজাল্ট করেছে আবার অনেকে অনেক খারাপ রেজাল্ট করেছে । যারা অনেক ভাল রেজাল্ট করেছে এদের সামনের পথ উজ্ঝল , কারন ভাল কলেজে ভর্তি হতে পারবে , ভাল শিক্ষক এর কাছে পড়ার সুযোগ পাবে । ভাল ছাত্রদের সাথে লেখা পড়ার সুযোগ মিলবে । এবং পড়া শুনা প্রতিযোগীতার  মধ্যদিয়া সময় পার করবে । আর যারা রেজাল্ট খারাপ করেছে এদেরকে হতাস হবার কারন নাই । এর পরের ধাপ যদি ভাল রেজাল্ট করতে পারে তাহলে অবশ্যই  ভাল হবে এবং উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ মিলবে । রেজাল্ট খারাপ হবার কারনে আপনি ভাল কলেজে পড়তে পারবেন না ঠিক কিন্তু আপনার শিক্ষা যোগ্যতা আপনার কাছেই । আপনি যদি কঠোর পরিশ্রম করে ভাল পড়া শুনা করেন ,তাহলে আপনি ও ভাল রেজাল্ট করতে পারবেন। 

এস,এস,সি পর নতুন কলেজ জীবন শুরু :

image source

অনেকে নতুন কলেজ জিবনে শুরুতে অনেক কিছু মনে করে । এত বড় পড়াশুনার সিলেবাজ অনেক মোটা মোটা বই অনেকে ভয় পাই , এবং হতাশ হয়। এত মোটা বই পড়া সম্ভব হবে কিনা এই গুলো নিয়া একটু ভয় ভীতির ভিতরে থাকে ,। কিন্তু তাদের কে বলি এই গুলো নিয়া একদম ভয় পাওয়ার দরকার নাই । আপনি যদি নিয়মিত পড়া শুনা করেন তাহলে আপনিও পারবেন । তবে এইস,এস,সি   পড়া শুনার লেভেল টা একটু কঠিন , এই সময় অনেক বড় সিলেবাজ অনেক বেশ পড়াশুনা করতে হয়। একটু ফাকি দিলেই আপনি অনেক জামেলাই পড়ে যেতে পারেন । এই পড়া শুনা টা আপনার জীবন গঠনের সময়। এই কলেজ জিবনে যদি আপনি ভাল রেজাল্ট না করতে পারেন তাহলে আপনি উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ না পেতে পারেন । এর এই সময় নতুন কলেজে গিয়া অনেকে অনেক কিছুর উপরে নজর দিয়া থাকে । যেমন কলেজে লাইব্রেরি ভাল আছে কিনা সেটা নজর দেওয়া । কলেজে খেলাধুলার সামগ্রী ভাল আসে কিনা নজর দেওয়া । এসবের পিছনে সময় নষ্ট করে । 

image source

কলেজ জিবনের শুরুতে অনেকে পড়াশুনা থেকে ঝরে পড়ে  :

এই নতুন কলেজ জিবনের শুরুতে অনেকে লেখাপড়া থেকে ঝরে পড়ে, কারন স্কুল জিবন শেষ করে হটাত  কলেজ জীবন শুরু হয় । আর এই কলেজ জীবন স্কুল জীবন থেকে অনেক ভিন্ন । অনেক খোলা মেলা পরিবেশ । এই পরিবেশ অনেকে খাপ খাওয়াতে পারে না আবার অনেকে পারে । কলেজ জিবনে প্রথমেই বেশি ভাগ মেয়াদের পিছনে সময় নষ্ট করে থাকে ছেলেরা । এর এই বয়স টা ও অনেক আবেগের সময় । অনেকে প্রেম করে নষ্ট হইয়া যাই । অনেকে নিশা গ্রস্ত হইয়া নষ্ট হইয়া যাই । এই সময় অনেকে পরিবেশ খাপ খইয়া নিতে পারে না । এই সময়টা পিতা মাতার পাশে থাকা প্রয়োজন পড়ে । সন্থান দের খোঁজ খবর নিতে হবে , ওরা কি করে না করে সব কিছুর খবর নেওয়া প্রয়োজন । এই  সময় টুকু আপনি যদি ভাল ভাবে সন্তান গড়ে তুলতে পারেন তাহলে আপনার সন্থান আর খারাপ পথে নাও যেতে পারে। সুতরাং এই সময় টুকু প্রত্যেক ছাত্রকে ভাল সময় পার করতে হবে , ভাল বন্ধু বানাতে হবে । আপনি যদি ভাল বন্ধুর সাথে ঘুরতে পারেন তাহলে আপনি পথ ঘ্রস্ত হবেন না। 

image source

উপরের কারন মত যদি আপনি চলতে পারেন তাহলে আপনিও সুন্দর জিবনের খোঁজ পেতে পারেন । আর এই সময় টা নষ্ট না করে পড়া শুনার কাজে লাগাতে পারেন । তাহলে আপনি ভবিষ্যৎ জিবনে অনেক বড় হতে পারবেন । সবাইকে অনেক ধন্যবাদ ,আমার পোস্ট পড়ার জন্য , আমার পোস্ট যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন । সবাই ভাল এবং সুস্ত থাকবেন ।সবার সুস্ত কামনা করছি । 

পরবর্তী পোস্টের জন্য আমাকে উৎসাহিত করুন । @chuadanga  পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ । 

আমার সাথে যোগাযোগ করতে discord   যোগাযোগ করুন । 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 14.73% upvote from @postpromoter courtesy of @chuadanga!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Education is the key to success!!

yes,thank you for your good comments

Thank you too for the empowerment and continued support for knowledge acquisition by people, I am really grateful!!!

This post has received a 33.44 % upvote from @booster thanks to: @chuadanga.