সুন্দর ভাবে জীবন যাবন করার জন্য ভাল জীবন সঙ্গী বাছাই করার প্রয়োজন

in life •  6 years ago  (edited)

সুন্দর ভাবে জীবন যাবন করার জন্য ভাল জীবন সঙ্গী বাছাই করার প্রয়োজন 

image source

মানুষ সুন্দর ভাবে বসবাস করতে চাই।  আর সুন্দর ভাবে বসবাস করার জন্য চাই একজন জীবন সঙ্গী। আর আপনার সুন্দর জীবন যাবন নির্ভর করতেছে একমাত্র আপনার সঙ্গী কেমন। বিশেষ করে দুই জনের মন মানসিকতা এবং একে অপরের বোঝার ক্ষমতা থাকতে হবে।    সুন্দর ভাবে থাকতে হলে সঙ্গীকে অতি সুন্দরী হওয়ার প্রয়োজন হয় না। মন মানসিকতা সুন্দর হলে যতেষ্ঠ। আমি বাস্তব জীবন চিত্র নিয়ে কথা গুলো বলতেছি। অনেকে দেখবেন সুন্দরি বউ চাই। কিন্তু আমার দেখা মতে সুন্দরি মেয়েরা বেশি দেমাকি হয়। আপনি যদি সুন্দরি বউ পাইতে গিয়ে দেমাকি মেয়ে বিয়ে করেন তাহলে আপনার জীবনে আর সুখ শান্তি পাবেন না। এই আপনার দেমাকি বউ সারাদিন মেকাপ করতে করতে দিন পার করে দিবে।  আপনার ঠিক মতো যন্ত নাও নিতে পারে। নিজের খাবার নিজে রান্না করে খেতে হবে। আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আর বিশেষ বিশেষ দিনে জামা কাপুড় আপনার কাছে যদি টাকা নাও থাকে জোর জুলুম করে কেনাকাটা করবে।

image source

তাই আমি আপনাদের কিছু কথা বলি। যদি আমার কথা বিবেচনা করেন আশা করি আপনি সুন্দর ভাবে বসবাস করতে পারবেন। আমি এখনো অনেক ছোট বিয়ে করিনি। কিন্তু আমি এই দিক থেকে অনেক সচেতন। আরে ভাই জীবনে সুখ চাই সুন্দরি বউ নই। তাই বলে আমি কাল মেয়ে বিয়ে করতে বলবো না। কাল মেয়েরা ও দেমাকি হতে পারে। আপনি যাকে জীবন সঙ্গী করবেন অবশ্যই তার সম্পর্কে আপনি জেনে নিবেন। তার সাথে মিশবেন।  তার সাথে আপনি ঠিক ভাবে চলতে পারবেন কিনা। একে অপরের বোঝার ক্ষমতা আছে কিনা আপনাকে বুঝে নিতে হবেন। একটি মেয়ে ইচ্ছা করলে আপনার জীবন চলার পথ সুন্দর করতে পারে এবং অনেক ক্ষতিও করতে পারে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকবেন। আমি বলতেছি না যে সব মেয়ে খারাপ। ভাল মন্দ নিয়ে জীবন। ভালও আছে খারাপও আছে।  সুতরাং আপনাকে বাছাই করে নিতে হবে। আমার জীবন সঙ্গী কেমন হবে আমি জানি না।  কিন্তু আমি সুন্দর মন মানসিকতার মেয়ে খুজবো। সুধু চেহারা দেখে পাগল হবো না।যদি আল্লাহ সাহায্য করে ইনশাল্লাহ।  বাকিটা আল্লাহর ইচ্ছা। 

আর যারা আদা ময়দা ব্যবহার করে না। বিশেষ করে যারা প্রাকৃতিক সুন্দরি তাদেরকে চোক বুজে সঙ্গী করা যাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অব্যশয়...আপনার কথাটি চুক্তি সহকার....
জিবন সঙ্গিটা এমন এক জিনাস যে সারাজিবন বোঝাপোড়ার একটা বেপার..... এতে করে দুজনার মনের মিল না হলে... সংসারে আসান্তি আসে....তাই অব্যশয় ভাল এবং ন্যয় সৎ মানুষ কে জিবন সঙ্গি করতে হবে....আপনার এই পোষ্টটু যথেষ্ট গুরুত্বপূর্ণ....অব্যশয় আপনার জিবন সঙ্গি বাছায় করতে হবে....যাতে আপনার জিবনটা পরিপূর্ণ হয়।।।।

আপনি ঠিক বলেছেন.....প্রত্যেকটা মানুষের জিবনে একটা জিবন সঙ্গি থাকা...তার সারজীবনের একটা বুঝা পড়া থাকে....তাই সেই মানুষটি অব্যশয় সৎ ও সুন্দর ভাবে জিবন করতে হলে অব্যশয় জিবন সঙ্গিটা বাছায় করতে হবে...আপনার কথাগুলা খুবই গুরুত্বপূর্ন..... অনেক সুন্দর কথা লিখছেন আপনি

You got a 10.13% upvote from @minnowvotes courtesy of @dreamworld346!

Hiii...

Superb post... Bro

খুবই বাস্তবধর্মী লেখা। সুন্দরে ক্ষেত্রে সুন্দর চামড়ার চেয়ে সুন্দর মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়াটা গুরত্বপূর্ন। সুন্দরীরা বেশির ভাগ অহংকারী হয়। তাই যার সাথে মনের মিল খাবে তাকে বেছে নেয়াই উত্তম। আপনার সুন্দর পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সহযোগিতা কাম্য।

আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।

Valo jibo songi na hole jibo valo thake na sob somoy jogra hoy vai @chudanga

Posted using Partiko Android

dhonnobad

Upvote please vai. Help me @chuadanga

ok

Although i don't understand the write up but i know is all about love.

Syper

You got a 33.98% upvote from @postpromoter courtesy of @chuadanga!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Congratulations @chuadanga! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of comments

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @steemitboard:
SteemitBoard and the Veterans on Steemit - The First Community Badge.

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!