রোজার শিক্ষা

in life •  7 years ago 

রোজা শব্দটির আরবি হল সিয়াম , যার অর্থ বিরত থাকা । মুসলিমরা রমজান মাসে পানাহার ও অন্য কিছু কাজ থেকে বিরত থাকে এটা হল রোজা । রোজা থেকে অনেক কিছুই শিক্ষার আছে ।তার মধ্যে গরিব দুঃখীদের অনাহার থাকার কষ্ট বুঝতে পারা অন্যতম । এর মাধ্যমে গরীব মানুষ সারা বছর যে কষ্টের ভিতর থাকে সেটা বুঝতে এবং তাদের সাহায্য করার উৎসাহ রোজার মাধ্যমে পাওয়া যায় ।

রোজার শেষে ঈদ উদযাপনের মাধ্যমে রোজা শেষ হয় । এই ঈদের আগেই ইসলাম ধর্মে কিছু দান সদকা করার নিয়ম আছে । যেটা ধনিদের বাধ্যতামূলক করা হয়েছে । এই রোজার মাসেই ধনিরা জাকাত দেয় । কারণ রোজা তাদের প্রেরণা দেয় ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!