আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে চাকমারা বসবাস করে। চাকমারা খুব কষ্ট করে জীবন যাপন করে। চাকমারা বাঁশ ও বেতের উপর নির্ভরশীল হয়। আপনারা বাঁশ দিয়ে নানান ধরনের আসবাবপত্র তৈরি করেন। বাঁশ দিয়ে তারা নানান ধরনের গৃহস্থ্য জিনিসপত্র তৈরি করেন। চাকমারা অনেকাংশে বাঁশের উপর নির্ভরশীল। আপনারা মাচান বাড়িতে বসবাস করেন। চাকমারা পাহাড়ের জুন চাষ করেন। চাকমারা তাদের জন্য চাষ পেতে ফসল খেয়ে থাকেন। চাকমারা ভেজালমুক্ত ফসল উৎপাদন করেন। তারা অধিক পরিমাণে সার প্রয়োগ করেন না। পাহাড়ি অঞ্চলের মাঠে উর্বর হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হয়। আহারে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হওয়ার কারণে পাহাড়ি এলাকায় জিনিসপত্রের দাম অনেক কম। চাকমারা অনেক অথিতি পরায়ন হয়। চাকমারা আমাদের বাঙালি জাতির মত পান খেয়ে থাকেন। তারা পান দিয়ে অতিথি আপ্যায়ন করেন। চাকমারা অতিথিদের না খেয়ে বাড়ি থেকে বের হতে দেন না।
চাকমা জনগোষ্ঠী
last year by jadu18 (52)