"What's wrong with red sarees? Think of it again, but I think it's a lot of you to reddish, and the price is too low. "

in life •  7 years ago 

Read sharees.PNG

"What's wrong with red sarees? Think of it again, but I think it's a lot of you to reddish, and the price is too low. "So I suddenly laugh. The shopkeeper in front of me realized that my position is bad. Madam on that day, looking for pink wedding sarees, no girlfriend bought or bought.

Planing for several weeks, switching out of shopping for a lot of time today. Even wedding shopping. No more days left. When everyone is worried about India, Thailand, betting on Sabbasachi, when we are awake, Aslam Benarasi Palli

I am famous, not a color sensation, a very bad test. So huffy, I do not need to buy sari, buy it, I can see that, together with him - together.

How much color What ajib world In a shop, when you open 10-12 saris of a half-hour, say, "no, no, do not run them, show a little light on the light". He does not say anything in the store. This is how it was going. Although at least 25 saris were seen in 4 stores, they were not bought. Want to take a second time to get married, to marry one or two, so no strangers will run.

Suddenly I went to Pinkcity to shop a little, saw a sari shop, the two of them quarreled, with color also, just like us. I think you've got a lot Last week a friend's mobile saw a picture of your wedding. Mashallah, how beautiful it looked. The person who got married last time, he did not have to quarrel with Sari. At the wedding, the red sareesi more Josh looked.

“আচ্ছা লাল শাড়িতে কি সমস্যা? তুমি আবার চিন্তা করে দেখো, আমার কিন্তু মনে হয় তোমাকে অনেক মানাবে এই লালটাতে, আর দামও অনেক কম।” এই বলে আমি হঠাৎ হেঁসে দিলাম। আমার সামনের দোকানদারো বুঝতে পারলো আমার অবস্তা খারাপ। ম্যাডাম সেইদিন গোলাপি বিয়ের শাড়ির খোজে, কোন বান্ধবী নাকি কিনেছে।

কয়েক সপ্তাহর প্লানিং, অনেক দিন সময় পাল্টাতে পাল্টাতে আজ শপিং করতে বের হওয়া। তাও বিয়ের শপিং। বেশি দিন বাকি নেই। সবাই যখন ইন্ডিয়া, থাইল্যান্ড নিয়ে বেস্ত, সাব্ব্যাসাচি নিয়ে যখন ঘুম হারাম, আমরা তখন আসলাম বেনারশি পল্লি।

আমি নাকি খ্যাত, কালার সেন্স নেই, অনেক বাজে টেস্ট। এত অভিমান, আমার নাকি শাড়ি কিনেও দেয়া লাগবে না, সেই কিনবে, তাও যেন একটু দেখি তার সাথে – একসাথে।

কত রঙ, কত ঢং। কি আজিব দুনিয়া। এক দোকানে, আধা ঘণ্টা নষ্ট করে ১০-১২টা শাড়ি খুলে যখন বলে, “নাহ, নাহ, এইগুলা চলবে না, একটু হাল্কার উপর গরজিআস দেখান”। আরে দোকানের মামাও কিছু বলে না। চলছিলো এভাবেই। ৪ টা দোকানেই কমপক্ষে ২৫টা শাড়ি দেখা হলেও, কেনা হয়নি। আরেকদিন সময় নিয়ে দেখাতে চায়, একবারি নাকি বিয়ে, তাই কোন খামখেয়ালি চলবে না।

হঠাৎ আজ পিংকসিটি গেলাম একটু টুকটাক কেনাকাটা করতে, একটি শাড়ির দোকানে দেখলাম দুজনের ঝগড়া, তাও রঙ নিয়ে, ঠিক যেন আমাদের মতন। অনেক মনে পরছিল তোমার কথা। গত সপ্তাহে এক বন্ধুর মোবাইলে দেখেছিলাম তোমার বিয়ের একটি ছবি। মাশাল্লাহ, কত সুন্দর লাগছিল। যাকে শেষমেশ বিয়ে করলে, তার সাথে মনে হয় শাড়ী নিয়ে ঝগড়া করনি। বিয়েতে, লাল শাড়ীতেই বেশি জোস লাগছিল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations @jiboncz! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Do not miss the last post from @steemitboard:

SteemitBoard - Witness Update
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!