#আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে ভালোই আছি।
সকাল
আমি সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠি। আমি আস্তে আস্তে ঘুম থেকে সহজ উপায় ব্রাশ. তারপর মুখ ধুয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠি।
তারপর মুখ ধুয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিলাম। তারপর আবার এসে নাস্তা করলাম। নাস্তার পর কিছুক্ষণ বসে টেলিভিশন দেখলাম।
অনেকক্ষণ টেলিভিশন দেখার পর মা বলে তোমার মামার দোকানে চা আর এক বস্তা চাল নিয়ে আসে। তারপর আমার দোকানে গেলাম।
ভাইকে নিয়ে গেলাম। তারপর আমরা দুজনে এক বস্তা চাল কিনে বাসায় চলে আসি। বাসায় আনার পর বাসায় বসে টেলিভিশন দেখতাম।
দুপুর
দীর্ঘক্ষণ টেলিভিশন দেখার পর জোহরের নামাজের আযান। তাই আমার মা নামাজ পড়ার জন্য আমাকে অনেক বকাঝকা করতেন। তারপর আমি গিয়ে গোসল করলাম।
গোসল সেরে আবার শুয়ে পড়লাম, নামাজ পড়লাম না। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। দুপুরের খাবারের পর গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
বিকেল
বিশ্রামের পর উঠে কিছুক্ষণ টেলিভিশন দেখলাম। তারপর আবার মামার দোকানে গেলাম। সেখানে কিছুক্ষণ বসে দুষ্টুমি করলাম।
অনেকক্ষণ বসে থাকার পর আর পড়তে ভালো লাগছে না। এরপর আমি বাজারে থাকলাম এবং আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম।
দীর্ঘ ঘোড়ার গাড়ির পর ধীরে ধীরে বাড়ির পথ ধরলাম। আমি ব্যানার্জির সাথে আড্ডা দিতে বিকেলে কেন্দ্র থেকে বের হলাম। আর কখনো আসরের নামাজের আযান দিতেন। আমি নিজেও বলতে পারি না।
তারপর বাসায় পৌছালাম। বাসায় যাওয়ার পর মা আমাকে আসতে বললো নামাজ পড়েনি। আমি বললাম না মায়ের দোকানে গেছি। কিভাবে সময় কেটে গেল বলতে পারব না।
#সন্ধ্যা
তারপর মা আমাকে কিছুক্ষণ বকাঝকা করলেন। এরপর মাগরিবের নামাজের আজান দিয়ে। তাই আগুন লাগানোর পর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলাম।
তারপর মা একটু হালকা হয়ে গেল। তারপর টেলিভিশনের সামনে এসে নাস্তা নিয়ে এলাম। আমি টেলিভিশন দেখছিলাম।
সে আমার টেবিলের সামনে নিয়ে এল তারপর আমি নাস্তা না করে বসে আছি। নাস্তার পর কিছুক্ষণ বসে টেলিভিশন দেখলাম।
আমি অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখছি আর মা কিছু বলছে না। আর পড়তেও বুঝিনি।
#রাত্রি
সাড়ে নয়টা বাজে। তখন হঠাৎ মনে পড়ল, তিনি আমাকে স্কুল থেকে পূরণ করার জন্য একটি ফর্ম দিয়েছিলেন। সেই ফর্ম থেকে কিন্তু দেখা মেলেনি।
তারপর বসে ফরম পূরণ করলাম। ফরম পূরণ করতে অনেক সময় লেগেছে। আমি অনেক খুঁটিনাটি পেয়েছি এবং সমস্ত বিবরণ লিখেছি। লেখার পর,
কিছুক্ষণ আবার টেলিভিশন দেখলাম। তারপর তিনি আমাকে বাঁচান এবং আমি ডিনারে বসলাম। রাতের খাবারের পর টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম।