সপ্তাহ দু-এক আগের ঘটনা। সকাল থেকেই পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার একটি বাড়িতে বাজতে থাকে উচ্চ শব্দে গান। ওই বাড়ির কাছেই আরেকটি বাড়িতে এবারের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এক শিক্ষার্থী। সাউন্ড বক্সের বিকট শব্দের কারণে কিছুতেই পড়ায় মন বসাতে পারছিল না ওই শিক্ষার্থী। ঘণ্টা দু-এক অপেক্ষার পরেও যখন শব্দ থামল না, তখন শিক্ষার্থীর মা খোঁজ নিয়ে জানলেন কাছের একটি বাড়িতে খতনার অনুষ্ঠান হবে তিন দিন পরে। সেই অনুষ্ঠান উপলক্ষেই ভাড়া করে আনা হয়েছে বিশাল আকারের দুটি সাউন্ড বক্স। খতনার অনুষ্ঠান না হওয়া পর্যন্ত তিন দিন ধরে বাজানো হবে গান।
শিক্ষার্থীর মা সেই বাড়িতে গিয়ে তাঁর সন্তানের এসএসসি পরীক্ষার কথা বলে অনুরোধ করলেন গানের শব্দ কিছুটা কমাতে। কিন্তু গানের শব্দ তো কমলই না, উল্টো বাড়ির লোকদের কাছে অপমানিত হয়ে ফিরে আসতে হলো তাঁকে। ওই শিক্ষার্থী তিন দিন ধরে মন দিয়ে পড়াশোনা প্রায় করতেই পারল না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলে, ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে উচ্চ শব্দে গান বাজানোয় বই সামনে নিয়ে শুধু কেঁদেছি। নিশ্চয়ই আমার মতো অন্য পরীক্ষার্থীরও উচ্চ শব্দে এমন দশাই হয়। বিষয়টি কি দেখার কেউ নেই?’
You got a 1.21% upvote from @bid4joy courtesy of @mahfuz001!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit