True fact

in life •  7 years ago 

চিটাঙ্গে মানুষের কিছু কাহিনী বলবো জে-----
১-- চিটাগাং এর মানুষের মন আকাশের চেয়ে বিশাল...
২--প্রত্যেক মাসে ৫/৬ টা বিয়ের দাওয়াত থাকে আমাদের...
দাওয়াত গুলোতে আনুপাতিক হারে ১০০০/১৫০০ টাকা খরচ করি আমরা....
৩--ঘরে মেহমান আসলে পকেটে টাকা না
থাকলে ও ধার করে হলে ও ৫/৬ আইটেম তরকারী রান্না করা...
৪--টাকা থাকুক আর না থাকুক প্রত্যেক মাসে দুই-একবার বাইরে খেতে যাওয়া...
৫--কারো বিপদ দেখলে দৌড়ে গিয়ে সাহায্য করা..
৬--কয়েকদিন পর পর গরু জবাই করে মাংস নিজেদের মাঝে ভাগ করে নেওয়া..
৭--প্রত্যেক মাসে ২/১টা মিলাদ মাহফিলের আয়োজন করা..
((এই কারনেই চিটাগাং সব সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকে)))
৮--কথায় কথায় গালি দেওয়া আমাদের ফ্যাশন..
৯--কথার শেষে ""জে"" বলা আমাদের টেডিশন..
১০--গরীব হোক আর বড় লোক হোক বিয়েতে হাজার-দুইয়েক মানুষ খাওয়ানো চিটাগাং এর রেওয়াজ...
১১--চিটাগাং এর একটা মেয়ের বিয়েতে গড়ে ৮/১০ লাখ টাকা খরচ হয়....
(((এই কারনে কনে হিসেবে চিটাগাং এর মেয়েদের কদর বেশি)))
১২--চিটাগাং ছেলেরা খুব বেশি সামাজিক হয়....
এই সামাজিকতার কারনেই তারা সকলের মন সহজেই জয় করতে পারে..
১৩--চিটাগাং এর ছেলে -মেয়েরা মা/বাবার সাথে তেমন ফ্রী হয় না...
কিন্তু মা/বাবার প্রতি তারা খুব আন্তরিক হয়...
আর এই কারনেই চিটাগাং বৃদ্ধাআশ্রম নাই বললেই চলে..
১৪--চিটাগাং এর ছেলেরা Don't care মাউন্ড নিয়ে চলা ফেরা করে...
কাউকে পাওা দেয় না....
কথায় কথায় একটা ডায়ালগ দেয় ""আই হন চিনোস না??""
১৫---চিটাগাং এর মানুষেরা খুব বেশি আড্ডাবাজ হয়,,,
যেখানে যায় ঐইখানেই আড্ডা জমিয়ে ফেলে.....
এমনকি হাসপাতালে ও..
১৬---চিটাগাং এর মেয়েরা যে হারে শপিং করে তা দেশের অন্য কোন প্রান্তের মেয়েরা করে কিনা তা সন্দেহ আছে....
১৭---প্রতিটা চিটাগাং এর ছেলেরাই ব্যবসায়ী হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ার চিন্তা করে,,,
কারন তারা বলে আমি অন্যজনকে স্যার ডাকবো কেন???
লোকে আমাকে স্যার ডাকবে...
১৮--চিটাগাং এর মানুষেরা খুব বেশি অস্থির প্রকৃতির হয়..
১৯--চিটাগাং মানুষদের ডায়েবেটিস বেশি হয়,,,
তারপর ও তারা খুব বেশি মিষ্টি পচ্ছন্দ করে..
২০--চিটাগাং এর মেজবান সারা বাংলাদেশে জনপ্রিয়...
সকলে চাই একবার হলে ও এই মেজবান খাওয়ার জন্য.....
২১--চিটাগাং এর শুটকি খাওয়ার জন্য বিদেশীরাও পাগল
২২-প্রত্যেক মাসের শেষে চিটাগাং এর মানুষদের থেকে ধার করে চলতে হয়..
২৩--চিটাগাং এর মানুষের টাকা জমানোর প্রবনতা খুব কম,,,
তাই বড় কোন অসুখ কিংবা দুর্ঘটনা হলে তারা টাকার জন্য হিমশিম খেয়ে যাই??
২৪--চিটাগাং এর মানুষেরা খুব বেশি ভ্রমন-পিপাসু হয়..
২৫--যে মানুষ একবার চিটাগাং এর মানুষের মনের ভিতর জায়গা করে নিয়েছে,,
তার জন্য চিটাগাং এর মানুষ নিজের কলিজা ও কেটেঁ খাওয়াই দিতে পারে..
আমি গর্বিত জে,,,
কারন আমি একজন খাঁটি চিটাঙ্গে জে...
সবাই সব কিছু হতে পারলে ও চিটাঙ্গে হতে পারবে না জে...
চিটাঙ্গে হতে হলে কলিজা লাগে জে,,,,
যা সবার কাছে থাকে না জে.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!